অভিনেত্রী ও মডেল পামেলা অ্যান্ডারসন প্রাণী অধিকার রক্ষার একজন কর্মী হিসেবে বহুদিন ধরেই নানা উদ্যোগে জড়িত আছেন। সম্প্রতি তিনি একটি প্রাণী অধিকার সংগঠন 'পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব এনিমেলস'-এর প্রচারণায় নগ্ন হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। প্রাণী অধিকারকর্মী পামেলা একটি সাদা-কালো ভিডিওতে প্রথমে অন্তর্বাস পরে অংশ নেন। এরপর অবশ্য তার দেহে সেটুকুও ছিল না। আর এ সময় তার কোলে ছিল একটি কুকুর শাবক। প্রাণী অধিকার সংগঠনটি পামেলার এ ভিডিওটি ফরাসি ভাষায় রূপান্তর করে, যার নাম দেওয়া হয়েছে ফরাসি ভাষায় 'দ্য ডগ'। এ ভিডিওটির মাধ্যমে প্রাণীদের সাহায্যের আবেদন করেছেন তিনি।