স্ত্রীকে মারধর ও যৌতুকের মামলায় কারাগারে থাকা কণ্ঠশিল্পী আরফিন রুমির জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। তবে পরবর্তী শুনানি ২৩ মার্চের মধ্যে স্ত্রীর সঙ্গে আপোসের শর্তে এই জামিন আবেদন মঞ্জুর করা হয়।
আজ বুধবার দুপুরে ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক তানজিনা ইসমাঈল এই আদেশ দেন।
রুমির জামিন আবেদনের শুনানি ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ওই আদালত বন্ধ থাকায় বেলা ১১টায় তানজিনা ইসমাঈলের আদালতে শুনানি অনুষ্ঠিত হয়।
আসামি পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জাহিদুল আলম জাহিদ ও শাহাদত হোসেন। আদালতে শিশু সন্তান নিয়ে উপস্থিত রুমির প্রথম স্ত্রী লামিয়া ইসলাম অনন্যা। তিনি রুমির জামিনের বিরোধিতা করেন।
অনন্যার করা মামলায় গত বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয় কণ্ঠশিল্পী আরফিন রুমিকে। জামিন বাতিল করে রুমিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আরিফুর রহমান।
উল্লেখ্য, রুমি ও অনন্যার মধ্যে একটি আপোসনামা হয়। এতে লেখা ছিল, সন্তান আরিয়ানের ভরণপোষণের জন্য রুমি অনন্যাকে ২০ লাখ টাকা প্রদান করবে, যা ব্যাংকে ডিপোজিট করে রাখা হবে। এ ছাড়া অনন্যার সঙ্গে সে আর খারাপ ব্যবহার করবে না। অধিকার দিবে স্ত্রীর প্রকৃতি মর্যাদার।