ফাগুনের মলাট
অমর একুশে গ্রন্থমেলায় বই এবং পাঠকদের নিয়ে দেশ টিভির প্রতিদিনের বিশেষ অনুষ্ঠান 'ফাগুনের মলাট'। ফাগুনের মলাটে বাংলা ভাষা, বাংলা ভাষার লেখক এবং চিরায়ত বাংলা বইগুলো নতুন পাঠকদের সামনে উপস্থাপন করা হবে। যাতে নতুন বইয়ের পাশাপাশি মানসস্পন্ন বই সহজে খুঁজে পান অনুসন্ধানী পাঠক। শফিউল শাহিন-এর প্রযোজনায় এবং সামিয়া জামান মুন-এর উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচার হবে বইমেলা অর্থাৎ ফেব্রুয়ারির প্রতিদিন সন্ধ্যা ৬টায়।
জলপথ
মোহনা টিভিতে আজ রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে মেগা ধারাবাহিক নাটক জলপথ। প্রেম-ভালোবাসা, হাসি, দুঃখ-কষ্ট নিয়ে নাটকটি নির্মিত হয়েছে। নাটকটিতে চিত্রায়িত হয়েছে, মানুষের মন জলের মতো। জল যেমন এঁকে বেঁকে চলে তেমনি মানুষের মন যেদিকে পরিচালনা করবেন সেদিকেই চলবে। ভালো দিকে চালালে চলবে, আবার খারাপ দিকে পরিচালিত করলে সেদিকেও চলবে। নাটকটি রচনা করেছেন এস.এম হোসেন বাবলা। পরিচালনা করেছেন শাহানা হোসেন।
সৌন্দর্য কথা'য় নাদিয়া
রূপচর্চাবিষয়ক অনুষ্ঠান 'সৌন্দর্য কথা'য় এবারের অতিথি অভিনয় ও নৃত্যশিল্পী নাদিয়া।
অনুষ্ঠানে তিনি উপস্থাপক নোভার সঙ্গে কথা বলেছেন পোশাকে বর্ণমালা
লেখার ফ্যাশন নিয়ে। এ ছাড়া তারা দর্শকদের একুশে ফেব্রুয়ারির সাজসহ বিভিন্ন পরামর্শ দেবেন। অনুষ্ঠানে আরও থাকবে
ফ্যাশন হাউস, ফ্যাশন ও সৌন্দর্য ভাবনা
নিয়ে নানা তথ্য।
নোভার উপস্থাপনায় রূপচর্চাবিষয়ক অনুষ্ঠান 'সৌন্দর্য কথা' বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৯টা ০৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রেহেনা রাহা।
পরিবার করি কল্পনা
এনটিভিতে আজ রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে নতুন ধারাবাহিক নাটক 'পরিবার করি কল্পনা'। নাটকটি প্রতি বৃহস্পতি ও শুক্রবার প্রচার হবে।
ইকবাল হোসাইন চৌধুরীর রচনায় নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন আতিক জামান ও রেদওয়ান রনি। অভিনয় করেছেন_ মোশাররফ করিম, জাকিয়া বারী মম, মেহজাবিন চৌধুরী, আ খ ম হাসান, আবুল হায়াত, শাহেদ আলী সুজন, সুষমা, গোলাম হাবিবুর রহমান, কুমকুম হাসান, লায়লা হাসান প্রমুখ।
তুমি
ধারাবাহিক নাটক 'তুমি' বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৮টা ১৫ মিনিটে।
অনিমেষ আইচের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আবুল হায়াত, লায়লা হাসান, রিচি সোলায়মান, দিপান্বিতা হালদার, ফারুক আহমেদ, ভাবনা,
শাকিল আহমেদ, দিলারা জামান, হাসান
ইমান, দীপক সুমন প্রমুখ।
নাটকটি প্রচার আজ রাত ৮টা ১৫ মিনিটে। এই ধারাবাহিক নাটকটি একটি ফ্যামিলি ড্রামা।
রেইন ফরেস্ট
হাবিব জাকারিয়া উল্লাসের রচনা ও অনন্য ইমনের পরিচালনায় ধারাবাহিক নাটক 'রেইন ফরেস্ট'। এতে অভিনয় করেছেন সজল, আমিন খান, কুসুম সিকদার, নাঈম, কল্যাণ কোরাইরা, ফারহানা মিলি, শাহেদ আলী প্রমুখ।
আজ রাত ৮টায় নাটকটি প্রচার হবে এসএ টেলিভিশনে। পরিচালক অনন্য ইমন প্রথমবারের মতো বাংলাদেশের টেলিভিশন চ্যানেলের ইতিহাসে সম্পূর্ণ নতুন, ক্লাসিক এবং ইনোভেটিভ এই আইডিয়া নিয়ে প্রচার হতে যাচ্ছে সিরিজ নাটক 'রেইন ফরেস্ট'। বিভিন্ন সময়ে শ্রোতার মন ছুঁয়ে যাওয়া জনপ্রিয়, বৈচিত্র্যপূর্ণ ও নাটকীয় সব গান বেছে নেওয়া হয়েছে এই সিরিজ নাটকে।
নোনা জল
পান্থ শাহরিয়ারের রচনায় এবং সায়েদুজ্জামান মিঠু ও জামালউদ্দিন জামিলের পরিচালনায় আজ বৈশাখী টিভিতে প্রচার হবে ধারাবাহিক নাটক 'নোনা জল'-এর তৃতীয় পর্ব।
নোনা জল নাটকে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, ওয়াহিদা মলি্লক জলি, শতাব্দী ওয়াদুদ, মাসুদ মহিউদ্দীন, শারমিন জোহা শশী, মঈন আহমেদ, মেহরীন ইসলাম নিশা, মুনতাহীনা টয়া, অদিতি মাহমুদ, সানসি ফারুকসহ আরও অনেকে। বৈশাখী টিভির জন্য ধারাবাহিকটি নির্মাণ করেছে টম ক্রিয়েশন্স। ছয়জনের একটি ছোট দল প্যাকেজ ট্যুরে বেড়াতে আসে কক্সবাজারে।