অনেক দিন ধরে অডিও বাজারে নেই জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। তবে এখন তার ব্যস্ততা স্টেজ-শো, প্লে-ব্যাক আর জিঙ্গেল নিয়ে। এরই ধারাবাহিকতায় আবারও নতুন একটি বিজ্ঞাপনের জিঙ্গেলে কণ্ঠ দিলেন তিনি। 'সবুজ হাসির শিশিরকণায়, জলমলে সোনালি আলো/ লক্ষ কোটি প্রাণে প্রাণে, মুক্ত বাতাস ছড়ায়' কথার জিঙ্গেলটি লিখেছেন মেহেদী হাসান লেমন। সুর ও সংগীতায়োজনে রিপন খান। বসুধা বিল্ডার্সের বিজ্ঞাপনচিত্রের জিঙ্গেলে আঁখি সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন প্রত্যয় খান। গত সোমবার ইকিউ মিউজিক স্টেশনে জিঙ্গেলটির রেকর্ডিং হয়। এ প্রসঙ্গে তিনি বলেন, 'অনেক দিন পর একটি ভালো বিজ্ঞাপনের জিঙ্গেলে গান করলাম। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।