সমস্যায় পড়েছিলেন দীপিকা পাডুকোন। কিন্তু বেঁচেও গেলেন।হিন্দু ধর্ম অবমাননার জন্য বিতর্কিত হয়েছিলেন এ অভিনেত্রী। বিষয়টি শুধু বিতর্কের মধ্যে সীমাবদ্ধ ছিল না। জল গড়িয়েছিল আদালত পর্যন্ত। জারি হয়েছিল গ্রেফতারি পরোয়ানা। শুধু দীপিকা নয়, তার সঙ্গে একই মামলায় জড়িয়ে গ্রেফতারি পরোয়ানা পেয়েছিলেন 'গলিও কি রাসলীলা রাম-লীলা' ছবির অভিনেতা রণবীর কাপুর, নির্মাতা সঞ্জয় লীলা বানসালি, অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াসহ আরও কয়েকজনের বিরুদ্ধে। পরে বানসালির দায়ের করা এক পিটিশনের ভিত্তিতে এলাহাবাদ উচ্চ আদালত তাদের গ্রেফতারি পরোয়ানার ওপর স্থগিতাদেশ দিয়েছেন।
গত বছর নভেম্বরে বারেলি শহরের ভমুর পুলিশ স্টেশনে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার কথা জানিয়ে একটি অভিযোগ দায়ের করেন এক আইনজীবী। পরে সে বিষয়ে আদালতে শুনানির জন্য তলব করা হয় অভিযুক্তদের। কিন্তু শুনানির দিন তারা উপস্থিত না হওয়ায় আদালত থেকে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এখন সেটা স্থগিত আছে। তবে সূত্র বলছে, ঝামেলা এখানেই শেষ। কারণ তারকাদের বিরুদ্ধে এসব ঘটনা নতুন নয়। শেষ পর্যন্ত কিছুই হয় না।