জহির রায়হানের কালজয়ী উপন্যাস 'বরফ গলা নদী' অবলম্বনে সম্প্রতি কেউ কেউ নাটক এবং টেলিফিল্ম নির্মাণ করতে যাচ্ছেন বলে খবর প্রকাশ হয়েছে। এতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন চলচ্চিত্রকার কোহিনূর আক্তার সুচন্দা। বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, আমার স্বামীর কালজয়ী এ উপন্যাস নিয়ে চলচ্চিত্র নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছি। চিত্রনাট্য তৈরি করেছি অনেক আগেই। অনুদানের জন্য সরকারের কাছে আবেদনও করেছিলাম। কিন্তু পাইনি। তাই বলে হাল ছেড়ে দেইনি। আবারও আবেদন করব। এবারও যদি না পাই তাহলে নিজেই অর্থের ব্যবস্থা করে চলচ্চিত্রটি নির্মাণ করব। কারণ এটি আমার বহুদিনের লালিত একটি স্বপ্ন। আমার জীবদ্দশায় যেভাবেই হোক এ স্বপ্ন আমি পূরণ করবই। তাই বলব, দয়া করে কেউ 'বরফ গলা নদী'তে ঝাঁপ দেবেন না। সুচন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, অতীতে অনেকে জহির রায়হানের পরিবারের অনুমতি ছাড়া তার রচনা নিয়ে নাটক, টেলিফিল্ম নির্মাণ করেছে। এ কেমন সৌজন্যতা। তখন আমি আমার ছোট সন্তানদের নিয়ে ব্যস্ত থাকায় কিছু বলতে পারিনি। এখন জহিরের সন্তানরা বড় হয়েছে। তাই এ ধরনের অন্যায় আমি কিংবা আমার সন্তানরা মেনে নেবে না। প্রয়োজনে আইনের আশ্রয় নেব। আর 'বরফ গলা নদী' নিয়ে নাটক বা চলচ্চিত্র নির্মাণ না করার জন্য সবার প্রতি অনুরোধ জানাচ্ছি।