আজ তৃতীয় বছরে পা দিচ্ছে সংবাদভিত্তিক বেসরকারি টিভি চ্যানেল টোয়েন্টিফোর। চ্যানেলটি শুরু থেকেই বৈচিত্র্যময় অনুষ্ঠান দিয়ে দর্শকের নজর কাড়ে। পাশাপাশি সংবাদ প্রচার করে। কিন্তু পরবর্তীতে চ্যানেলটি অনুষ্ঠান বাদ দিয়ে শুধুই সংবাদভিত্তিক চ্যানেলে রূপান্তর হয়। নতুন বছরে পা দেওয়া উপলক্ষে দর্শকদের শুভেচ্ছা জানিয়ে চ্যানেলের নির্বাহী পরিচালক হাসনাইন খোরশেদ বলেন, 'আমাদের লক্ষ্য দেশের সব মানুষের কাছে আস্থাশীল হওয়া। গত দুই বছরের নিরিখে বলতে পারি, আমরা অনেকটাই তা অর্জন করেছি। নিরপেক্ষ সংবাদ প্রচার করে আমরা সবার ভালোবাসা পেয়েছি।' অনুষ্ঠান থেকে সংবাদভিত্তিক চ্যানেলে রূপান্তর প্রসঙ্গে তিনি বলেন, 'মানুষের চাহিদা দেখে সিদ্ধান্ত নিয়েছি আমরা। আরও অনুষ্ঠান রয়েছে। সংবাদভিত্তিক বৈচিত্র্যময় অনুষ্ঠানগুলো আমরা করছি। মানুষের স্বার্থে আসে এমন সব অনুষ্ঠানও করছি।'