কান উৎসবে চুমু খেয়ে বিপাকে পড়েছেন ইরানি অভিনেত্রী লায়লা। পরনে হালকা সাদা রঙের স্কার্ট। গোটা পোশাকে রুপালি কাজ করা। মাথা ঢাকা নকশা করা টুপিতে। ইরানি মেয়েদের সচরাচর এমন বেশভূষায় দেখা যায় না। ৬৭তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এমন সাজসজ্জায় দেখা গেছে ইরানি অভিনেত্রী লায়লা হাতামিকে। ওইদিন তাকে অভিবাদন জানাতে এগিয়ে গিয়েছিলেন উৎসবের সভাপতি গিলস জ্যাকব। ফরাসি রীতি অনুযায়ী ৪১ বছর বয়সী লায়লার গালে গাল ঠেকিয়ে শুভেচ্ছা বিনিময় করেন ৮৩ বছর বয়সী জ্যাকব। এ দৃশ্য ধরা পড়ে ইরানের এক টিভি চ্যানেলে। সঙ্গে সঙ্গে সমালোচনার ঝড় ওঠে। তাদের দাবি, এমন 'গর্হিত' কাজ করে ইরানি মেয়েদের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে।
ইরানের সরকারি টিভিতে সে দেশের উপ-সংস্কৃতিমন্ত্রী হোসেন নৌশাবাদি বলেন, 'ইরানের মেয়েরা পবিত্রতা ও সারল্যের প্রতীক। লায়লার আপত্তিকর ব্যবহার আমাদের দেশের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে খাপ খায় না।' তবে এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি লায়লা।