সরাসরি ফাতেমা তুজ জোহরা
জিটিভির নিয়মিত ফনোলাইভ স্টুডিও কনসার্ট গানোফোন। আধুনিক, ফোক, ব্যান্ড- সব ধরনের গানের শিল্পীদের নিয়ে জিটিভি স্টুডিও থেকে সরাসরি প্রচার করা হবে অনুষ্ঠানটি। গানোফোনের এবারের পর্বে অতিথি হিসেবে দর্শকদের গানের দোলায় মাতাতে জিটিভির স্টুডিওতে আসছেন জনপ্রিয় নজরুল সংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা। তিনি নিজের পছন্দের বাইরে দর্শকের অনুরোধেও গান শোনাবেন। জানাবেন তার নতুন কাজের খবর, গাইবেন জনপ্রিয় সব গান। নজরুল ইসলাম খানের প্রযোজনায় অনুষ্ঠানটি আজ রাত ১১টা ৫ মিনিটে জিটিভিতে সরাসরি সম্প্রচারিত হবে অনুষ্ঠানটি।
দ্য লিটল মাস্টার
এটিএন বাংলায় আজ রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে শিশুতোষ দীর্ঘ ধারাবাহিক নাটক 'দ্য লিটল মাস্টার'। সিরাজুল করিমের রচনা ও আবীর খানের পরিচালনায় এতে অভিনয় করেছেন আবুল হায়াত, সাবেরী আলম, মিতা নূর, তাজিন আহমেদ, আবীর খান ও শিশু অভিনয়শিল্পী 'ঘেটুপুত্র' চলচ্চিত্র খ্যাত মামুন, কাশফিম, আলভি, নিলা সহ আরো অনেকে। নাটকের প্রথম পাঁচটি পর্বে অভিনয় করেন প্রয়াত অভিনেত্রী মিতা নূর।
কফি আড্ডায় ইমন
মন দেয়া নেয়ার নিয়ে নানা জটিলতা আছে। আছে নানা তর্ক। কোনটা করলে ভালো হয় কিংবা ভালো থাকা যায়। প্রেম আগে না বিয়ে আগে। এবার এ বিষয় নিয়ে আরটিভিতে সেলিব্রেটি লাইভ টিপস এন্ড ফান বিষয়ক অনুষ্ঠান লেট নাইট কফিতে কথা বলবেন ইমন। অনুষ্ঠানে এবারের পর্বে অতিথি হয়ে আসছেন তিনি। অনুষ্ঠানটি মূলত রাত জাগা দর্শকদের জন্য। যারা রাতের আলোয় নিজেদের সমস্যার জন্য সমাধান খোঁজেন। লেট নাইট অনুষ্ঠানের মুল বিষয় বস্তু হচ্ছে বন্ধুত্বপূর্ন সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে। অনুষ্ঠানটি আর টিভির স্টুডিও থেকে সরাসরি সমপ্রচার করা হবে। উপস্থাপনায় আছেন নুসরাত ফারিয়া মাজহার ও আবির। প্রচার হবে আর টিভিতে রাত ১২টা ১ মিনিটে।
আমার আমি'তে নিপুণ ও বাপ্পি
বাংলাভিশনের জনপ্রিয় সেলিব্রেটি শো 'আমার আমি'। প্রতি পর্বে এখানে তারকাদের প্রাণবন্ত আড্ডা হয়। দর্শকপ্রিয় 'আমার আমি'তে আজকের পর্বে অতিথি হয়ে এসেছেন চিত্রনায়িকা নিপুণ ও চিত্রনায়ক বাপ্পি। অনুষ্ঠানে তারা কথা বলেছেন অভিনয়ের বিভিন্ন বিষয় নিয়ে। এ ছাড়া আরও বলেছেন ব্যক্তিজীবনের গল্পসহ নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা-অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনার কথা। বর্তমান চলচ্চিত্রের অবস্থা, শিল্পী হিসেবে বিভিন্ন দৃষ্টিভঙ্গিও তুলে ধরেছেন তারা। রুমানা মালিক মুনমুনের উপস্থাপনায় 'আমার আমি'র এই পর্বটি বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৯টা ৫ মিনিটে।
ট্রাভেলারস স্টোরি
আজ রাত ৯টা ১৫ মিনিটে চ্যানেল নাইনে প্রচার হবে শাহরিয়ার শাকিলের পরিচালনায় ট্রাভেল শো 'ট্রাভেলারস স্টোরি'। উপস্থাপিকা এবিসি রেডিওর আরজে মারিয়া। এ ট্রাভেল শোতে দর্শক দেখতে পাবেন স্টার ক্রুজ সুপারস্টার ভারগো, সিঙ্গাপুরের রিসোর্ট ওয়ার্ল্ড সেনতসার ইউনিভার্সাল স্টুডিয়সসহ আরও নানা অ্যাট্রাকশন। ট্রাভেলারস স্টোরি ভিন্ন রকমের এই ক্রুজিং অভিজ্ঞতা নিয়ে আসছে দর্শকদের সামনে। আর দর্শকরাও যেন নিতে পারেন এই ভিন্ন অভিজ্ঞতা, তাই প্রতি পর্বেই থাকছে কুইজ। সিঙ্গাপুর এয়ারলাইন্স এবং সুপারস্টার ভারগোর সৌজন্যে ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা এয়ার টিকিটসহ সুপারস্টার ভারগোতে তিন রাত চার দিন ভ্রমণের সুযোগ। ট্রাভেলারস স্টোরির ক্যামেরায় ছিলেন শাহরিয়ার শাকিল নিজেই এবং কাশেফ শাহবাজি।
মিউজিক ডট নেট
সংগীতবিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান 'মিউজিক ডট নেট'। বাংলাদেশি সংগীতের নানা খবরাখবর, নতুন নতুন মিউজিক ভিডিও, শিল্পীদের সঙ্গে ফোনো আলাপ ও সংগীত জগতের আমন্ত্রিত অতিথির সঙ্গে আড্ডা নিয়ে সাজানো হয়েছে এ অনুষ্ঠান। এ পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকছেন কণ্ঠশিল্পী অপু। মনো আলমের প্রযোজনায় অনুষ্ঠানটি শনিবার রাত ৭টা ৪৫ মিনিটে প্রচারিত হবে।
পিঞ্জরে বসিয়া শুক-সারী
এনটিভিতে আজ রাত ৯টায় প্রচার হবে একক নাটক 'পিঞ্জরে বসিয়া শুক-সারী'। শুভাশিস সিনহার রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাইদ রিংকু। অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফারহানা মিলি, শতাব্দী ওয়াদুদ, বিমল ব্যানার্জি, সুদীপ ব্যানার্জি, অর্পা, শাকিল প্রমুখ। মফিজ আর মদিনার সংসার।
মফিজ ট্রেনে, বাসে ভিক্ষা করে। কিন্তু তার ভিক্ষার ধরনটা একটু ভিন্ন, অভিনব। সে পাগল সেজে ভিক্ষা করে। ভদ্র পাগল। পরনে থাকে কোট-টাই। মফিজের বৌ মদিনা ঘরে একলা থাকে। মফিজের সঙ্গে তার বয়সের ব্যবধান অনেক। তা ছাড়া একটা মানসিক দূরত্বও আছে। মফিজকে দেখলে তার একেক সময় পাগল বলেই মনে হয়।