৩৭৭ ধারা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দেশজুড়ে সমকামীদের পাশে দাঁড়িয়ে ছিলেন সোনম কাপুর। তাই তো কখনো ফ্যাশন ডিভা তো কখনো সোশ্যাল অক্টিভিটস নামেই নিজেকে পরিচয় দিতে ভালোবাসেন। আর এবার বলিউডকে আরও প্রাপ্তবয়স্ক হওয়ার সাজেশন দিতে চান অনিল কন্যা। এ ব্যাপারে সোনম বেছে নিয়েছেন সমকামী চরিত্রই। আপাতত কান চলচ্চিত্র উৎসবে সোনমের দিকে গোটা বিশ্বের নজর। বলিউডের স্টাইলকে তিনি ইতিমধ্যে ফ্রান্সে করে তুলেছেন জনপ্রিয়। এ উৎসবেই 'ব্লু ইজ দ্য ওয়ার্মেস্ট কালার' দেখেন সোনম। সোনম জানিয়েছেন, বলিউডেও হওয়া উচিত এ রকম ছবি। আর সেই ছবিতে অভিনয় করতে কোনো আপত্তি নেই সোনম কাপুরের।