শাহরুখ খান মোদিবিরোধী টুইট করেছেন- কথিত এ অভিযোগে ক্ষুব্ধ হয়ে নায়কের ছবিতে আগুন দিয়েছেন দিল্লিবাসী। কিন্তু শাহরুখ আগেই বলেছেন, 'ওই টুইট তার নয়। তার নামে ভুয়া টুইট প্রকাশ করে বিতর্কের ঝড় তুলেছেন অভিনেতা, প্রযোজক ও লেখক কমল রশিদ খান।'
কমল রশিদ খান গত ১৮ মে শাহরুখের টুইটের ভুয়া একটি স্ক্রিন শট প্রকাশ করেন। সেখানে শাহরুখের মন্তব্য ছিল, 'আমি বিশ্বের সবার প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছি, যদি নরেন্দ্র মোদি ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হন তাহলে আমি কেবল টুইটারই নয়, ভারত ছেড়ে চিরদিনের জন্য চলে যাব।' আর এই টুইট নিয়েই তুলকালাম কাণ্ড।