ক্যারিয়ারের শুরু থেকেই যৌনতা সানিকে অনেক কিছু দিয়েছে, তা পর্নো ছবি হোক বা বলিউডের 'জিসম টু' ও 'রাগিনি এমএমএস'। আর সানির এই যৌনতাকে ভাঙিয়েই তো প্রযোজকরা আখের গোছাচ্ছেন। এবার সানি লিওন পাল্টাতে যাচ্ছেন। তবে বলিউডের জন্য নয়, গোটা বদলটাই ঘটাতে চলেছেন তেলেগু ছবি 'কারেন্ট তেগার' জন্য। পরিচালক জি নাগেশ্বরের ছবিতেই সানিকে একেবারে নতুন রূপে দেখা যাবে। পরিচালক নাগেশ্বর জানিয়েছেন, 'প্রথম থেকেই সানিকে ভুলভাবে প্রেজেন্ট করছে আমাদের সিনেমহল। সানির মধ্যে একটা ইনোসেন্স আছে, সেটাকেই আমার ছবিতে ধরতে চাই। আর সে কারণেই এ ছবিতে কোনো ধরনের যৌনদৃশ্য নেই।'