ইন্দো-ব্রিটিশ সুন্দরী মডেল ডিয়েনা উপাল নিজের দেশ থেকে ছবি নিয়ে উড়ে গিয়েছিলেন সুদূর ফ্রান্সের কানে৷ ইচ্ছে ছিল নিজের সিনেমা কান চলচ্চিত্র উৎসবে দেখিয়ে বিশ্ব নজরে নিজেকে মেলে ধরবেন৷ কিন্তু মেলে ধরার আগেই ঘটল বিপত্তি৷ বাক্স-প্যাটরা খুলে দেখেন সব মাল গায়েব৷
বৃহস্পতিবার সন্ধ্যায় ডিয়েনা সেজে গুজে হোটেল রুম থেকে সোজা বেরিয়ে এলেন কানের লাল কার্পেটে৷ দিব্যি হেসে, খেলে সৌজন্যের চুমু খেয়ে কান পার্টিতে মেতে উঠলেন তিনি৷ একটু রাত হতেই হোটেল রুমে ফেরার পালা৷ সঙ্গে ছিলেন তার একমাত্র বয়ফ্রেন্ড৷ হোটেলে ঢুকেই চক্ষু চড়কগাছ! বাক্স-প্যাটরা খুলে দেখেন সব মাল গায়েব৷ এমনকি চোরের দল নিতে ছাড়েননি ডিয়েনার সাধের ইভনিং গাউনও৷ তৎক্ষণাৎ পুলিশে ডায়েরি করলেও, আপাতত বেশ মন কষ্টে ভুগছেন সুন্দরী৷ কানের ফিল্ম উৎসব দেখা লাটে উঠল চুরির কারণে৷ আরেকটা বিষয় জানিয়ে রাখা যায়- বর্তমানে ডিয়েনাকে কিন্তু পপস্টার হানি সিংয়ের সঙ্গে বিভিন্ন জায়গায় বেশ ঘনিষ্টভাবে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে।