বিশ্বের সবচেয়ে সুন্দর ঠোটের অধিকারিণী বলা হয় অ্যাঞ্জেলিনা জোলিকে। সৌন্দর্য্য আর অভিনয় দক্ষতা দিয়ে হলিউডের শীর্ষ স্থান দখল করেছেন অনেক আগেই। হয়েছেন শীর্ষ অ্যাকশন অভিনেত্রী। পাশাপাশি সমানতালে চালিয়ে যাচ্ছেন সমাজসেবার কাজটিও। বিয়ে-সাদি না করে ছয় বাচ্চাকে দত্তকও নিয়েছেন তিনি৷ এবার নিজের সমাজসেবার মনোভাবকে লাগাতে চান নতুন কাজে৷ দেশের জন্য করতে চান প্রচুর কাজ৷ আর এজন্যই নামতে চান রাজনীতিতে।
সম্প্রতি রাষ্ট্রসংঘের রিফিউজি-র উন্নয়নের সংস্থায় এসে সাংবাদিকদের প্রশ্নে জোলি জানালেন, ‘আমি রাজনীতিতে নামতে চাই৷ সরাসরি সরকারের সঙ্গে যুক্ত হতে চাই উন্নয়নের কাজে৷ আর চাই নারীরা আরও বেশি করে রাজনীতিতে অংশ নিক।’ আপাতত, অ্যাঞ্জেলিনার এই সব রাজনৈতিক চিন্তা সুপারহিট তার অভিনিত শেষ ছবি থেকেও৷ নিন্দুকেরা অবশ্য বলছেন, হলিউড থেকে তাড়া খেয়ে এখন নাকি টিকে থাকার জন্য অ্যাঞ্জেলিনা আসতে চান রাজনীতির মঞ্চে৷ তবে জোলি ভক্তরা অবশ্য এ কথা মানতে নারাজ। তারা বলছেন, যে জোলির কোনো ছবি আজ পর্যন্ত হলিউডে 'মার' খায়নি তার তো সেখান থেকে তাড়া খাওয়ার প্রশ্নই ওঠে না। এখনও মানুষ অধীর আগ্রহে প্রতীক্ষা করে এই হলিউড সুন্দরীর একটি নতুন অ্যাকশন ছবির জন্য।