অঙ্কিত তিওয়ারিধর্ষণ মামলায় জামিনে মুক্তি পেয়েছেন 'আশিকি ২' খ্যাত সংগীত তারকা অঙ্কিত তিওয়ারি।
গত বৃহস্পতিবার ২০ হাজার রুপি মুচলেকার বিনিময়ে তাকে জামিনে মুক্তি দিয়েছেন বিচারক ভি এম মোহিত।
বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ও ৫০৬ ধারায় অঙ্কিত তিওয়ারিকে ৮ মে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। কিন্তু অঙ্কিত নিজেকে নির্দোষ দাবি করেন, ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছে তাকে।
জামিনে মুক্তিরও আবেদন করেন ২৪ বছর বয়সী অঙ্কিত। এর পরিপ্রেক্ষিতে ২০ হাজার রুপি মুচলেকার বিনিময়ে তাকে জামিনে মুক্তি দিয়েছেন বিচারক ভি এম মোহিত।
বিজ্ঞাপন সংস্থায় কর্মরত এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ৮ মে গ্রেফতার হন অঙ্কিত। অভিযোগকারীকে হুমকি দেওয়ায় অঙ্কিতের ভাই অঙ্কুরকেও গ্রেফতার করা হয়। অবশ্য ওই দিনই জামিনে মুক্তি পান অঙ্কুর। ২৬ মে পর্যন্ত 'আশিকি ২' ছবির 'শুন রাহা হ্যায় না তু' গানের সুরকার, সংগীত পরিচালক ও গায়ক অঙ্কিতকে আটক রাখার আদেশ দেন আদালত। কিন্তু নির্ধারিত তারিখের আগেই জামিনে মুক্তি পেলেন তিনি।
এদিকে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন অভিযোগকারী ওই তরুণী। এ প্রসঙ্গে তার ভাষ্য, 'আমার নিজের জীবনের পাশাপাশি আমার মেয়ের জীবন নিয়েও নিরাপত্তাহীনতায় ভুগছি আমি। এ জন্য আমি পুলিশি নিরাপত্তা চাইব।'
মুম্বাইভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘মিড-ডে’র সঙ্গে একান্ত সাক্ষাত্কারে ২৮ বছর বয়সী ওই তরুণী দাবি করেছেন, 'চুপ না থাকলে ধর্ষণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করবেন বলে হুমকি দিয়েছিলেন অঙ্কিত।'