দীর্ঘদিন হাসপাতালে ছিলেন একুশে পদকপ্রাপ্ত নজরুল সংগীতশিল্পী ও নজরুল গবেষক খালিদ হোসেন। এখন অনেকটাই সুস্থ। তাই আবারও গানে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন খালিদ হোসেন। এবারকার নজরুল জয়ন্তীর কয়েকটি অনুষ্ঠানে তার গান গাওয়ার কথা রয়েছে। খালিদ হোসেন বলেন, শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তাই আমার প্রিয় সংগীতজ্ঞ ও কবি কাজী নজরুলের জন্মদিনের অনুষ্ঠানে গান গাইতে ভীষণ ইচ্ছা করছে। আশা করি, নজরুল জয়ন্তীর দু-তিনটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারব। নজরুল ইনস্টিটিউট এবং বাংলাদেশ নজরুল সংগীতশিল্পী সংস্থার পক্ষ থেকেও আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ অনুষ্ঠানে যোগ দিতে পারলে আমার অনেক ভালো লাগবে। কারণ, এ দুটি সংগঠনের সঙ্গে আমার দীর্ঘদিনের হৃদ্যতা। শরীর সুস্থ থাকলে এখনো আমি নিয়মিত রেওয়াজ করি। সুস্থ থাকি কিংবা অসুস্থ থাকি, সব সময়ই আমার সংগীতচর্চা করতে ইচ্ছা করে। সবার কাছে দোয়া চাইছি, আমি যেন পুরোপুরি সুস্থ হয়ে নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারি।' গত ২৩ মার্চ শ্বাস-প্রশ্বাসে গুরুতর সমস্যা দেখা দিলে খালিদ হোসেনকে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। সপ্তাহখানেক চিকিৎসার পর তিনি বাসায় ফেরেন।