টলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখপাধ্যায় আত্মহত্যার চেষ্টা করেছেন। আপাতত সুস্থ আছেন তিনি।
গতকাল তাঁকে অসুস্থ অবস্থায় ভর্তি করা হয়েছিল কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। আজ ছাড়া হতে পারে স্বস্তিকাকে।
জানা গেছে, শুক্রবার গভীর রাতে আত্মহত্যার চেষ্টা করেন এই অভিনেত্রী। তার বাঁ হাতের কব্জির কাছে কাঁচ ঢুকে যায়। টলি পাড়ার খবর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘টেক ওয়ান’ সফল না হওয়ার অবসাদে ভুগছিলেন এই অভিনেত্রী। এছাড়াও পারিবারিক বিবাদের জেরেই তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গেছে।