নতুন একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। সকাল আহমেদের এই ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি। নাটকের আরও চারটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শর্মিলী আহমেদ, রাইসুল ইসলাম আসাদ, আল মনসুর ও ওয়াহিদা মলি্লক জলি। এ নাটকের মূল গল্প আনিসুল হকের। নাটকে তিশার দাদীর চরিত্রে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ এবং বাবা মায়ের চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ ও ওয়াহিদা মলিস্নক জলি। তিশার মামার চরিত্রে অভিনয় করেছেন আল মনসুর। তিশা বলেন, 'সকাল ভাইয়ের পরিচালনায় নাম ভূমিকায় এটা আমার প্রথম ধারাবাহিক নাটক। আমার চরিত্রটি খুব চ্যালেঞ্জিং, অনেক শ্রম দিয়ে কাজটি ভালোভাবে করার চেষ্টা করছি।' পরিচালক সকাল আহমেদ জানান নাটকটি প্রযোজনা করছে 'ভার্সেটাইল মিডিয়া'। এটা এই প্রযোজনা সংস্থার প্রথম ধারাবাহিক নাটক।