এক সময় অক্ষয়ের লেডি লাক ছিলেন ক্যাটরিনা কইফ। জুটি বাঁধলেই ছবি সুপারহিট। অন্যদিকে সোনাক্ষি ছিলেন সালমানের লেডি লাক। কিন্তু হঠাৎই রদবদল।
'রাওডি রাঠোর'- এরপর থেকে শুধু লেডি লাক নয়, সোনাক্ষির অভিনয়ের ফ্যান হয়ে উঠলেন অক্ষয় কুমার। বিশেষ করে বিক্রম আদিত্য মোতওয়ানির 'লুটেরা' ছবিতে পাখি রূপে সোনাক্ষিকে দেখে তো হতবাক অক্ষয়। তার প্রথমেই নাকি মনে হয়েছিল এই সেই সোনাক্ষি যাকে 'রাওডি রাঠোর'-এর মতো মশালা ছবিতে দেখেছেন!
তারপর থেকেই যখনই অক্ষয় সুযোগ পান তখনই সোনাক্ষির প্রশংসায় হন পঞ্চমুখ। খুব শিগগিরই মুক্তি পাবে অক্ষয়-সোনাক্ষি অভিনীত 'হলিডে'। এই ছবিতে এক বক্সারের চরিত্রে অভিনয় করেছেন সোনাক্ষি। আর এই ছবির প্রোমোশনে এসে অক্ষয় সোজাসাপটা জানালেন, 'সোনাক্ষি দারুণ অভিনেত্রী। লুটেরা ছবিতে অসামান্য অভিনয় করেছেন। আমার মনে হয় লুটেরার জন্য সোনাক্ষির জাতীয় পুরস্কার পাওয়া উচিত।'
এমনকি খোলাখুলি অক্ষয় জানালেন, 'সোনাক্ষির সঙ্গে প্রচুর ছবি করতে চাই। আমাদের জুটি সুপারহিট হবেই হবে।'