শেষ হলো সায়মন-প্রিয়ন্তির 'ইটিশ পিটিশ প্রেম'। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। নির্মাতা বলেন, চমৎকার গল্পে নির্মাণ হয়েছে রোমান্টিক- অ্যাকশান ধাঁচের এই চলচ্চিত্রটি। এতে প্রিয়ন্তি এবং সায়মন অসাধারণ অভিনয় করেছেন। তা ছাড়া নতুন মুখ হিসেবে আশাতীত ভালো করেছেন প্রিয়ন্তি। তার মধ্যে শিল্পীসুলভ মনোভাব এবং কাজের প্রতি একাগ্রতা আছে। দর্শক ছবিটি দেখলেই এর প্রমান পাবেন। পাশাপাশি নির্মাতারাও তার প্রতি আগ্রহ দেখাবেন বলে আমার বিশ্বাস। চলচ্চিত্রে শিল্পী সংকটকালে প্রিয়ন্তি ইতিবাচক ভূমিকা রাখবেন বলে মনে করেন নির্মাতা মানিক।
প্রিয়ন্তি বলেন, 'মানিক ভাই বড় মাপের একজন নির্মাতা। তার ছবিতে কাজ করতে গিয়ে অভিনয়ের খুঁটিনাটি নানা দিক শিখতে পেরেছি এবং এই ছবিতে ভালো কাজ করার আপ্রাণ চেষ্টা করেছি। দর্শক এবং নির্মাতা যদি আমাকে গ্রহণ করে আমি সবার প্রত্যাশা পূরণে কাজ করে যাব।'