শ্যুটিং ফ্লোর ছেড়ে রাষ্ট্রপতি ভবনে বলিউড তারকাদের ভিড়। নরেন্দ্র মোদীর শপথ পাঠে উপস্থিত থেকে ইতিহাসের সাক্ষী হলেন তারা।
হৃত্বিক রোশন, রাকেশ রোশন, বিবেক ওবেরয়, সালমন খান, ধর্মেন্দ্র, হেমা মালিনি, পুনম ধিলোঁন, মধুর ভান্ডারকরসহ প্রায় গোটা বলিউড হাজির ছিল মোদীর শপথ অনুষ্ঠানে।
লতা মঙ্গেশকরেরও আসার কথা ছিল। তবে ট্যুইটারে মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।