'অল সেন্টস ইউ কে ইন্টারন্যাশনাল' নামের একটি স্কুল প্রতিষ্ঠা করেছেন তারকা-দম্পতি জনপ্রিয় কণ্ঠশিল্পী এসআই টুটুল ও তানিয়া আহমেদ। স্কুলটিতে মৌলিক শিক্ষার পাশাপাশি রয়েছে চারুকলা, সংগীত, নাচ ও ভাষা শিক্ষা। এতে একটি ডে-কেয়ার সেন্টারও রয়েছে। এখানে ছোটদের পাশাপাশি বড়দের জন্য রয়েছে একটি ভাষা শিক্ষার কোর্স। ঢাকার উত্তরার ৩ নম্বর সেক্টরের ৭/সি রোডের ৩ নম্বর বাড়িতে গড়ে উঠেছে প্রতিষ্ঠানটি। আগামী ৩১ মে স্কুলটির 'ওপেন ডে'। এই দিনে গ্রীষ্মকালীন ভর্তি ও সব মানুষের জন্য উন্মুক্ত থাকবে। এ প্রসঙ্গে এসআই টুটুল বলেন, এটি আমাদের স্বপ্নের একটি প্রতিষ্ঠান। শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার পরিকল্পনা অনেক আগেই নিয়েছিলাম। এখন তা বাস্তবে রূপ ধারণ করেছে। ৩১ মে শনিবার আমাদের এই স্কুলে একটি অনুষ্ঠানের আয়োজন করছি। এখানে উপস্থিত থাকবে আমার ইউকের বন্ধু ও মিডিয়ার অনেক গুণী মানুষ। এখানে আরও থাকছে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়া আরও রয়েছে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এ দিন সবাই আমাদের স্কুলটি ঘুরে দেখতে এবং তাদের বাচ্চাদের ভর্তি করাতে পারবেন।