২৬ বছর পর একই গান নতুন করে গাইলেন দুই বোন ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী। ১৯৮৮ সালে একসঙ্গে গানটি গেয়েছিলেন জনপ্রিয় এই দুই সংগীতশিল্পী। তখন এটি বিটিভিতে প্রচার হয়েছিল। গানটির কথা ছিল_ 'আমার সকল সুখে বুবু, তোর অনেক ঋণ/ ওরে বোকা মেয়ে, তুই ছাড়া কি সত্যি হতো এমন সুখের দিন?'
গানটি লিখেছিলেন আসিফ ইকবাল, সুর করেছিলেন নকীব খান। তারই তত্ত্বাবধানে নতুন করে গানটি রেকর্ডিং হলো গত বুধবার। গানটি এবারও একটি টিভি অনুষ্ঠানের জন্য তৈরি করা হয়েছে।
গান প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, 'আসছে ঈদ। চলছে নানা আয়োজন। সবাই ঈদের অনুষ্ঠানে ভিন্নস্বাদের আয়োজন করতে চায়। এমনই এক ভিন্নস্বাদ দেওয়ার জন্য আমাদের দুই বোনকে নিয়ে নতুন করে গানটি গাওয়ানো হয়েছে। দর্শক-শ্রোতাদের ভালো লাগবে আশা করি।'
সামিনা চৌধুরী বলেন, '২৬ বছর! অনেক দিন! গানটি গেয়ে ভালো লাগল। আসলে অতীত সব সময়ই স্মৃতিতে উজ্জ্বল হয়ে থাকে। নতুন করে পুরনো ঘ্রাণ নিলাম। আর গানটি একটি টিভি অনুষ্ঠানে থাকবে। বিশাল পরিসরে অনু্ষ্ঠানটি হবে।'
২৬ বছর আগে লেখা গানটি নিয়ে গীতিকার আসিফ ইকবাল বলেন, '১৯৮৮ সালে বহুবার বিটিভিতে বেজেছিল এই গানটা। নতুন করে গানটি করতে চেয়েছিলাম। নকিব ভাইকে বলতেই ঈদের একটি অনুষ্ঠানের জন্য গানটি নিয়ে কাজ করার অনুমতি দিলেন তিনি। নতুন সংগীতায়োজন করেছেন মীর মাসুম আর আহমেদ রাজীব।'