বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস। জনগণের চাওয়া এবং সমর্থনের বাইরে গিয়ে বিএনপি কোনো পদ্ধতিকে সমর্থন করে না এবং করবেও না। গতকাল বিকালে ঠাকুরগাঁও বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। বেলা সাড়ে ৩টায় তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। ঠাকুরগাঁও জেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর করিমের সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধনী বক্তা ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধান বক্তা ছিলেন বিএনপির ভাইস চেয়ারমান শামসুজ্জামান দুদু। বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। এ ছাড়াও বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবদুল খালেক ও আমিনুল ইসলাম বক্তব্য দেন।
বেলা ১১টায় জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। উদ্বোধনের পর সাংগঠনিক প্রতিবেদন ও শোক প্রস্তাব পেশ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন। এরপর নেতারা বক্তব্য শুরু করেন এবং বক্তব্যের ফাঁকে ফাঁকে চলে কাউন্সিলরদের ভোট গ্রহণ। প্রায় আট বছর পর ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন হলো। এর আগে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
তারেক রহমান বলেন, জনগণ যা সমর্থন করে তার বাইরে কোনো পদ্ধতি বিএনপি অনুসরণ করবে না। তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার সব রাজনৈতিক দলকে ডেকেছে। সবাই মতামত দিয়েছে। বিএনপি যেসব বিষয়ে একমত হতে পারেনি, সেসব বিষয়ে আসুন জনগণের ওপর আস্থা রাখি। সিদ্ধান্তের দায়িত্ব জনগণের হাতে ছেড়ে দিন।’
তারেক রহমান বলেন, ‘আমরা সরকার গঠন করতে সক্ষম হলে কীসের ওপর ভিত্তি করে দেশ পরিচালনা করবে, তা আড়াই বছর আগেই আমরা উপস্থাপন করেছি।’ তিনি আরও বলেন, ‘অনেকে মনে করছেন, নির্বাচন সহজ হবে। এক বছর আগে বলেছিলাম, যত সহজ ভাবছি, তত সহজ নয় বিষয়টি। পারস্পরিক বিষয় দেখলে মনে হয়, সেই কথাই বোধ হয় এখন সত্য হতে যাচ্ছে।’ যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক অধিকার পুনরায় প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে বলে তাঁর ঘোষণা পুনর্ব্যক্ত করেন তারেক রহমান।
বিএনপি মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করেছে- মির্জা ফখরুল : মির্জা ফখরুল ইসলাম আলমগীর উদ্বোধনী বক্তৃতায় বলেন, ‘বিএনপি হলো সেই রাজনৈতিক দল, যে আমাদের মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ২১ দফাকে কেন্দ্র করে বেগম জিয়া নতুন বাংলাদেশের রূপকল্প দিয়েছিলেন।’ বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, ফ্যাসিস্ট-ব্যবস্থায় বাংলাদেশ তছনছ হয়ে গেছে। সেগুলোকে আবার নতুন করে গড়ে তোলার জন্য, দেশের সব রাজনৈতিক কাঠামো গড়ে তোলার জন্য, নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য ৩১ দফা কর্মসূচি প্রণয়ন করেছে বিএনপি। দলের সম্মেলন ও ভবিষ্যতের রাজনীতি সম্পর্কে মির্জা ফখরুল আরও বলেন, এই সম্মেলনের মধ্য দিয়ে এ জেলায় নতুন একটি বিএনপি গঠন করা হবে। বিএনপি গণতান্ত্রিক নতুন পথ দেখাবে। শামসুজ্জামান দুদু বলেন, ‘নির্বাচন হলে তারেক রহমানের দল জয়লাভ করবে। প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান।’ তিনি বলেন, ‘হাসিনা ভারতে পালালেও রক্ষা পাবে না। গলায় গামছা দিয়ে নিয়ে আসব। গণহত্যা করেছে, টাকা চুরি করেছে, এখনো ক্ষমা চায়নি। এখন ইলেকশনের চিন্তাভাবনা করছে। তার বিচার শুরু করেছে এ সরকার, আসল বিচার করবে পরের সরকার। শেখ পরিবার হলো ব্র্যান্ডের চোর, ডাকাত, খুনি আর লুটেরা। শেখ মুজিব নয়, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছেন জিয়াউর রহমান।’ চব্বিশের আন্দোলন নিয়ে দুদু বলেন, ‘গণ অভ্যুত্থানের পরে নিজেরাই টাকার কাছে বিক্রি হয়ে গেছে। ভেবেছিলাম তারা নেতৃত্ব দেবে। অথচ তারা বলছে এক স্বৈরাচার গেছে আরেক স্বৈরাচার এসেছে।’ পরে কাউন্সিলরদের ভোট গণনা শেষে মির্জা ফয়সল আমিনকে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি এবং পয়গাম আলীকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন নির্বাচন কমিশনার।