আজ নাট্যপুরাণের 'অমাবস্যা'
আজ সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাট্যপুরাণ প্রযোজিত নাটক 'অমাবস্যা'। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন প্রবীর দত্ত।
কাল সুবচনের 'রূপবতী'
কাল শনিবার শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হবে সুবচন নাট্য সংসদের নাটক 'রূপবতী'। নাসরীন জাহানের রচনায় নাটকটির নির্দেশনায় রয়েছেন খালেদ খান।
২৩ জুন 'আপদ'
আগামী ২৩ জুন সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হবে ঢাকা পদাতিকের নাটক 'আপদ'। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নাটকটির নাট্যরূপ ও নির্দেশনায় রয়েছেন মাসুম আজিজ।
সুকান্ত পরিষদের আলোচনা ও আবৃত্তি সন্ধ্যা
কবি সুকান্ত ভট্টাচার্যের ৬৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাল পাবলিক লাইব্রেরির সেমিনার হলে অনুষ্ঠিত হবে আলোচনা ও সুকান্তের কবিতা পাঠ।
এ আয়োজনে অতিথি থাকবেন কবি কাজী রোজী, সাহিত্যিক মহসির শাস্ত্রপাণি, প্রাবন্ধিক মানবর্দ্ধন পাল ও ছড়াকার আলম তালকুদার। এ আয়োজনে আবৃত্তি পরিবেশন করবেন গোলাম সারোয়ার, ফকরুল ইসলাম তারা ও স্নিগ্ধা রানী সরকার।
আজ কবি সংসদের সাহিত্য সম্মেলন
কবি সংসদ বাংলাদেশের আয়োজনে আজ দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে বাংলা সাহিত্য সম্মেলন ২০১৪। আজ সকালে পল্লীকবি জসীমউদ্দীনের বাড়ি-সংলগ্ন মিউজিয়ামে এই সম্মেলনের উদ্বোধন করবেন সৈয়দ শামসুল হক। সমাপনী পর্বের অতিথি থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
আলোচনা ও কবিতা পাঠের অনুষ্ঠান দিয়ে সাজানো হয়েছে দিনব্যাপী এ আয়োজন।
শুরু হলো ১৯তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী-২০১৪
আগামী ২৫ জুন শিল্পকলা একাডেমি জাতীয় চিত্রশালা গ্যালারিতে শেষ হচ্ছে ১৯তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী। ১৬৬ জন শিল্পীর ১৯৭টি শিল্পকর্ম দিয়ে সাজনো হয়েছে ১৫ দিনব্যাপী এ প্রদর্শনী। গত ১১ জুন শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতি সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস।