বিদ্যা বালান তার আপকামিং ছবি ববি জাসুসের প্রমোশনে ব্যস্ত। তিনি খুব তাড়াতাড়িই ভদোদরায় যেতে চলেছেন ছবির প্রচারে। ওখানে যাওয়ার পেছনে বিদ্যার বিশেষ পরিকল্পনা রয়েছে। ভদোদরায় 'শ্রী' নামের একটি চায়ের দোকান রয়েছে, যেটি নির্বাচনের সময় মোদির নামে বিনামূল্যে চা দিত। সেখানেই বিদ্যাও চা খাবেন। নির্বাচনের সময় এই চায়ের দোকানটি একটি চর্চার বিষয় হয়ে উঠেছিল, এমনকি এই চায়ের দোকানের মালিককে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানেও আমন্ত্রণ করা হয়েছিল। ববি জাসুস ছবিতে এক গোয়েন্দার চরিত্রে অভিনয় করছেন বিদ্যা। কিছুদিন আগেই বিদ্যা জানিয়েছিলেন সুযোগ পেলে তিনি নাকি নরেন্দ্র মোদির পেছনে গোয়েন্দাগিরি চালাবেন। কারণ মোদির দৈনিক হালহকিকত, তার ভাবার ধরন সবই জানতে চান বিদ্যা। আর তাই গুজরাটে চা খাওয়ার সুযোগ হারাতে নারাজ বিদ্যা।