অভিনেত্রী রিচা চড্ডাকে সম্প্রতি নয়াদিল্লির আইজিআই এয়ারপোর্টে আটকে রেখে প্রায় দুই ঘন্টা জিজ্ঞাসাবাদ করল আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দিল্লি থেকে মুম্বাই আসছিলেন এই অভিনেত্রী৷ রিচার কাছ থেকে এক ধরনের পাউডার পাওয়া যায়৷ আর এ পাউডার ঘিরেই যত রহস্য।
রিচা বলেন, ‘আমি আমার জিনিসের সঙ্গে নিজের ত্বক ভাল রাখার জন্য একধরনের আয়ুর্বেদিক পাউডার রেখেছিলাম৷ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এটাকে সন্দেহজনক মনে করে তা বাজেয়াপ্ত করার চেষ্টা করেন৷ আমি তাদের অনেক করে বোঝাই আমি আর্য়ুবেদ চিকিৎসায় বিশ্বাস করি ও গত ছায় মাস ধরে আমি আর্য়ুবেদিক প্রসাধনী ব্যবহার করছি৷’
রিচা আরও জানান, ‘আমি চাইনি এত মুশকিল করে আমার জন্য বানানো এই পাউডার আমার হাতছাড়া হয়ে যায়৷ কিন্তু এটা যে সন্দেহজনক বা কোন ক্ষতিকর বস্তু নয় তা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বোঝাতে অনেকক্ষণ সময় লাগে৷’
তিনি জানান, ‘আমি জানতাম য়ে নিরাপত্তা কর্মকর্তারা তাদের কর্তব্য পালন করছেন, তাই আমি তাদের পূর্ণ সহযোগিতা করি যাতে তারা বিশ্বাস করতে পারেন যে আমি কোন সন্দেহজনক বস্তু নিজের সঙ্গে রাখিনি৷ আমি ভগবানের কাছে কৃতজ্ঞ যে এসবের চক্করে আমার ফ্লাইট মিস হয়নি’৷ রিচা চড্ডা ‘ওয়ে লাকি, লাকি ওয়ে’ ও ‘গ্যাঙ্গস অফ ওয়াসেপুর’ ছবিতে অভিনয় করে ইতিমধ্যেই বলিউডের নিজের পরিচিতি তৈরি করেছেন৷ এছাড়াও ‘রামলীলা’ ছবিতেও একটি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রিচা৷