বলিউডের পর্ণোস্টার-কাম অভিনেত্রী সানি লিওন এবার পা রাখতে চলেছেন তামিল সিনেমাতে। না শুধু আইটেম সং নয়, পূর্ণদৈর্ঘ্যের একটি মুভিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। জি. নাগেশ্বরা রেড্ডির পরিচালনায় ‘কারেন্ট তেগা’ মুভিতে মনোজ মাঞ্চুর বিপরীতে দেখা যাবে সানিকে।
‘কারেন্ট তেগা’তে কয়েকটি গুরুত্বপুর্ণ চরিত্রে অভিনয় করবেন রাকুল প্রীত সিং এবং জগপতি বাবু। মুভিটি ‘ভারুথাবাদাথা ভালিবার সঙ্গম’ সিনেমার রিমেক বলে জানিয়েছেন পরিচালক রেড্ডি।
আগের সিনেমাটিতে অভিনয় করেছিলেন শিভাকার্তিকায়ন, সাথীরাজ এবং শ্রী দিভ্যা। সানি লিওন নাকি এই মুভিটিতে একজন স্কুলটিচারের ভূমিকায় অভিনয় করবেন।
এবার দেখার পালা ‘ম্যায় হু না’র কলেজ টিচার সুস্মিতা সেনের মতো সেই জাদু বিতর্কের শীর্ষে থাকা সানিও স্কুল টিচার হয়ে চালাতে পারেন কিনা !