নবাব সাইফ আলি খান মেয়ের মনের কথা এখনও স্পষ্ট হিসেবে জানেননা। কেরিয়ার হিসেবে কি কাজ বাছতে চলেছেন সারা খান তা নিয়ে দ্বন্দ্বে রয়েছেন সাইফ। নবাবকে এনিয়ে প্রশ্ন করলে তিনি জানান, তিনি ঠিক জানেননা তার মেয়ে ফিল্মে আসতে চান কিনা।
সাফই আলি খান ও তার প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের মেয়ে হলেন সারা খান। অমৃতার সঙ্গে ডিভোর্স হওয়ার পরেও সারা বরাবরই নবাব পরিবারের সঙ্গে যুক্ত। বেশ কিছু দিন ধরেই বি টাউনে গুঞ্জন সাইফ কন্যা আসতে চলেছেন বলিউডের পর্দায়।
তবে সাইফ জানান, 'আমি সারাকে পুরো স্বাধীনতা দিই আর ওর উপর কোন নিয়ন্ত্রণ রাখি না। আমার মনে হয় ওর ফিল্মে কাজ করার ইচ্ছে আছে, তবে ও ফিল্মে আসবে কিনা সেটা ওর সিদ্ধান্ত।'
সারা আপাতত রয়েছেন আমেরিকাতে। কলোম্বিয়া থেকে ডিগ্রী পাওয়ার পরই নিজের পছন্ত মতে কাজ বেছে নেবেন সারা। তবে সাইফ কন্যা নায়িকাদের তুলনায় একটু মোটা। সেকরাণেই বেগম করিনা রয়েছেন আপাতত তার গাইডের ভুমিকায়। করিনা এখন সারার ওজন কম করার কাজে ব্যস্ত।