শুভেন্দু মাইতি। বাংলা গণসংগীতের এক জীবন্ত প্রবাদপুরুষ। উদীচী সিলেটের আমন্ত্রণে দু’দিনব্যাপী গণসংগীত প্রশিক্ষণ দিতে সিলেটে এসেছেন আজ সোমবার। সিলেট পৌঁছেই তিনি বিকেল ৪টায় জেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণে অংশ নেন। আগামীকাল মঙ্গলবার বিকেল ৩টায় তিনি একই মিলনায়তনে দ্বিতীয় দিনের মতো গণসংগীতের প্রশিক্ষণ দেবেন। এছাড়া আজ সন্ধ্যা ৭টায় জেলা পরিষদ মিলনায়তনে আয়োজন করা হয়েছে তার একক গণসংগীত অনুষ্ঠানের।
১৯৪৫ সালে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার নন্দীগ্রামে জন্মগ্রহণ করেন শুভেন্দু মাইতি। পারিবারিকভাবেই সংগীতের আবহে বেড়ে ওঠা শুভেন্দু মাইতি সংগীতকেই জীবনের একমাত্র পাথেয় হিসেবে বেছে নিয়েছেন। মার্কসবাদী এই শিল্পী কমিউনিস্ট আন্দোলনের একনিষ্ঠকর্মী। ছাত্রজীবনেই তিনি সিপিআই’র সঙ্গে যুক্ত হন। তার অনুপ্রেরণা ও নেতৃত্বে ৮০ এর দশকে কলকাতায় সংগীতে একটি নবধারা সৃষ্টি হয়। তিনি বাংলা লোকগানকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য ২০০২ সালে নৈহাটিতে গড়ে তুলেন ‘লালন একাডেমি’। সেখানে তিনি গড়ে তুলেছেন ১০ হাজার লোকগান ও ৮ হাজার গ্রামোফোনের রেকর্ডের বিশাল আর্কাইভ।
বিডি-প্রতিদিন/ ২৭ এপ্রিল, ২০১৫/ রশিদা