ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির অবৈধ ২৩টি চুল্লি গুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকালে উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের তফছেরের খেয়াঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম। এ সময় চুল্লির ম্যানেজারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আঞ্জুমান নেছা, পরিদর্শক মোঃ আমিনুল হক। এসময় পরিবেশ দূষণকারী কাঠ দিয়ে কয়লা তৈরির ২৩টি অবৈধ চুল্লি ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। চুল্লির ম্যানেজার মোঃ সেলিম হাওলাদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে কাঠালিয়া থানার পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ও উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম বলেন, অসাধু ব্যবসায়ীরা গ্রাম থেকে কম মূল্যে গাছ ক্রয় করে পানিতে ভিজিয়ে অবৈধ চুল্লিতে পুড়িয়ে কয়লা তৈরি করে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করে। এতে পরিবেশ হুমকির মুখে পড়ে। পরিবেশের ভারসম্য নষ্ট হয়। এসব অসাধু ব্যবসায়ীরা সমাজের শত্রু। এদেরকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে।
বিডি প্রতিদিন/এএ