লর্ডস টেস্টে বাম হাতের আঙুলে চিড় নিয়েও গুরুত্বপূর্ণ উইকেট ঝুলিতে তুলে ম্যাচ জিতিয়েছেন শোয়েব বশির। তবে, চলতি সিরিজে আর খেলা হচ্ছে না এই স্পিনারের। চোটের কারণে বাকি দুই টেস্ট থেকে ছিটকে গেছেন তিনি।
লর্ডসে জিততে ভারতের দরকার ছিল আর মাত্র ২৩ রান, হাতে ছিল এক উইকেট। এমন মুহূর্তে ইংল্যান্ডের শেষ অস্ত্র হয়ে এলেন বশির। সিরাজের ব্যাটে ছোঁয়া লেগে বল মাটিতে পড়ে ব্যাকস্পিন করে স্ট্যাম্প ভেঙে যায়।
রোমাঞ্চে মোড়ানো সেই উইকেটেই ২২ রানে জয় তুলে নেয় ইংলিশরা। আর লর্ডসের গ্যালারি মুখর হয়ে ওঠে “বশির! বশির!” ধ্বনিতে। তবে ম্যাচ শেষে ভেসে আসে শঙ্কার মেঘ।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানায়, বশিরের আঙুলে অস্ত্রোপচার করা জরুরি। চলতি সপ্তাহের শেষ দিকে করা হবে এই অস্ত্রোপচার। যার কারণে সিরিজের বাকি অংশে বশিরকে ছাড়াই পরিকল্পনা করতে হচ্ছে ইংল্যান্ডকে।
ভারতের প্রথম ইনিংসে জাদেজার ক্যাচ ধরতে গিয়ে চোটটা পেয়েছিলেন বশির। এরপর আঙুলে তীব্র ব্যথা নিয়ে মাঠ ছেড়েছিলেন, এরপর আর বল হাতেই নেননি। তবু ইনজুরির মধ্যে ব্যাট করতে নেমেছিলেন,। করেছিলেন ৯ বলে দুই রান। কিন্তু নাটক জমেছিল পঞ্চম দিনের শেষ দিকে, যখন ভারতীয় টেইলএন্ডাররা রীতিমতো কাঁপিয়ে দিয়েছিল ইংল্যান্ডকে।
বশিরের সেই সাহসী উপস্থিতির পুরস্কারস্বরূপ শেষ উইকেটটিই তিনিই নেন। উইকেটে থিতু হয়ে যাওয়া মোহাম্মদ সিরাজকে বোল্ড করে দলকে এনে দেন এক অবিশ্বাস্য জয়। পুরো সিরিজে তিন ম্যাচে ১০ উইকেট নেয়া বশির গড় কিছুটা হতাশাজনক (৫৪.১)।
যদিও ম্যাচ প্রভাবের দিক থেকে ইংল্যান্ডের গেম চেঞ্জার ছিলেন বশির। গত কয়েক বছর ধরেই তিনি স্পিন বিভাগে ইংল্যান্ডের বড় ভরসা হয়ে উঠেছেন। সমারসেটের সতীর্থ জ্যাক লিচকে পেছনে ফেলে জায়গা করে নিয়েছিলেন দলে। এবার তার জায়গায় হয়ত লিচকেই দলে টানবে ইংল্যান্ড।
বিডি প্রতিদিন/কেএ