সিরাজগঞ্জে তাড়াশে পূর্ব শত্রুতার জেরে সায়দার আলী (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর উপজেলার নওগাঁ ইউনিয়নের চৌপাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সায়দার আলী চৌপাকিয়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান জানান, স্থানীয় মসজিদে জুমার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন সায়দার আলী। পথে একই গ্রামের বেলাল হোসেন ও তার ছেলে আনিছুর রহমান পুর্বশত্রুতা জেরে তাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করেন। এক পর্যায় সায়দার আলী ঘটনাস্থলেই মারা যান। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, এ ঘটনায় এলাকাবাসী ক্ষুদ্ধ হয়ে বেলাল হোসেনর বাড়ী আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।
বিডি প্রতিদিন/এএম