রাজধানীতে প্রতিদিনই বিভিন্ন আন্দোলন ও কর্মসূচির কারণে সৃষ্ট জনভোগান্তির কথা উল্লেখ করে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, সরকারের উচিত যৌক্তিক দাবি দাওয়া বিবেচনার জন্য একটি শুনানী পরিষদ গঠন করা। যাদের কাজ হবে দাবি দাওয়াগুলো শুনে একটা সমাধানের পথ বের করা, যাতে মানুষ আস্থা খুঁজে পায়। বৈষম্য ও বঞ্চনার শিকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ যেন গণতান্ত্রিকভাবে তাদের আবেদন তুলে ধরতে পারে।
আজ শুক্রবার এবি পার্টি ফেনী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন নেতাদের এক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মাস্টার আহছান উল্লাহ’র সভাপতিত্বে ও সদস্যসচিব প্রভাষক ফজলুল হক এবং নারী বিষয়ক সম্পাদক জাহানারা আক্তার মনির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় অর্থ সম্পাদক আমিনুল ইসলাম এফসিএ, সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল ও কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক রিপন মাহমুদ।
মঞ্জু নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, জনগণের স্বীকৃতি অর্জনের জন্য রাজনৈতিক দলের অন্যতম বাহন হলো নির্বাচনে অংশগ্রহণ করা। নির্বাচন মানে হলো জয়। পরাজিতদের এখানে কোনো গুরুত্ব থাকে না। জনগণ ভোট দিয়ে তাদেরকেই বিজয়ী করে যাদের প্রতি তাদের আস্থা ও সমর্থন থাকে। পুরোনো দলগুলোর সাথে প্রতিযোগিতা করে নতুন দলের নেতা ও প্রার্থীদের নাগরিক আস্থা ও সমর্থন অর্জন করা বিরাট চ্যালেঞ্জ। দলের নেতাকর্মীদের তিনি সেই চ্যালেঞ্জে সাফল্য অর্জনের নানা দিক নির্দেশনা দেন।
তিনি ফেনী ও নোয়াখালী অঞ্চলের বন্যা রক্ষাকবজ ‘মুছাপুর ক্লোজার’ পানির প্রবল চাপে ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ব্যাপক নদী ভাঙনের কবলে পড়ে সোনাগাজী উপজেলার ৩টি ইউনিয়নের প্রায় ১০ হাজার পরিবার ঘর-বাড়ি নিয়ে অনিশ্চিত জীবন যাপন করছে। তিনি শিগগিরই টেকসই বেড়িবাঁধ পুনঃনির্মাণে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
বিডি প্রতিদিন/জুনাইদ