ম্যাগি নুডুলসের কারণে বিপাকে পড়েছেন বলিউডের তিন দাপুটে তারকা অমিতাভ বচ্চন, মাধুরী দীক্ষিত ও প্রীতি জিনতা। ম্যাগির প্রচার করার অভিযোগে বলিউডের এই তিন তারকার বিরুদ্ধে মামলা দায়ের করেছে উত্তরপ্রদেশের খাদ্যের মান নিয়ন্ত্রণ দফতর (এফএসডিএ)।
ম্যাগির প্রস্তুতকারী সংস্থা নেসলে ইন্ডিয়া এবং সংশ্লিষ্ট ছয়জনের বিরুদ্ধে শনিবার ভারতের লক্ষৌর বরাবাকির আদালতে মামলা দায়ের করা হয় এফএসডিএ-এর পক্ষ থেকে। এ ছাড়া আলাদাভাবে মামলা দায়ের করা হয় অমিতাভ বচ্চন, মাধুরী দীক্ষিত ও প্রীতি জিনতার বিরুদ্ধেও।
মামলায় এই তিন তারকার বিরুদ্ধে নিজের খ্যাতি ব্যবহার করে সাধারণ মানুষকে বিপথে চালনা করার অভিযোগ আনা হয়েছে। 'দুই মিনিটে নুডুলস' ব্র্যান্ড খ্যাত ম্যাগির বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, মাধুরী দীক্ষিত ও প্রীতি জিনতা।
উল্লেখ্য, ভারতে সম্প্রতি ম্যাগি নুডুলসের খাদ্যমান নিয়ে বিতর্ক চলছে। এফএসডিএর দাবি, নেসলে ইন্ডিয়ার তৈরি ওই ব্যাচের নুডুলসে মাত্রাতিরিক্ত সিসা এবং অতিরিক্ত মাত্রার মোনোসোডিয়াম গ্লুটামেট পাওয়া গেছে। যা শরীরের জন্য ক্ষতিকর। এরইমধ্যে ম্যাগি ইনস্ট্যান্ট নুডুলসের একটি ব্যাচ দেশের বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে এফএসডিএ।
বিডি-প্রতিদিন/৩১ মে ২০১৫/ এস আহমেদ