স্নিগ্ধতা আর সৌরভের মিশেলে মাখামাখি ছিল শনিবার রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন হলের আয়োজনটি। একই সঙ্গে জমকালো আয়োজনও। উপলক্ষ লাক্সতারকাদের মিলনমেলা। দেশীয় লাক্সতারকাদের উপস্থিতি থাকলেও আগ্রহের কেন্দ্রে ছিলেন বলিউড অভিনেত্রী ও লাক্সতারকা দীপিকা পাডুকোন। মূলত তাকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছিল এই রাতের অনুষ্ঠানটি। ভক্ত দর্শর্করা তাই শেষ বিকাল থেকেই অনুষ্ঠানস্থলে ভিড় জমাতে থাকেন। অনুষ্ঠান শুরুর নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠানস্থল লোকেলোকারণ্য। সবার একটাই আশা, প্রিয় অভিনেত্রীকে সামনাসামনি এক পলক দেখার। অধীর অপেক্ষা উপস্থিত দর্শকদের।
রাত ৮টায় শুরু হয় অনুষ্ঠান। বাংলাদেশি তারকাদের আয়োজন চলছিল। উপভোগ্য ছিল অবশ্যই। তবুও সবার অপেক্ষা দীপিকার জন্যই। ঘড়ির কাঁটায় যখন রাত ৯টা বেজে ১০ মিনিট, তখন এক আলোর ঝলকানির মধ্য দিয়ে মঞ্চে আসেন দীপিকা। এরপর ঠিক এক ঘণ্টা মঞ্চে ছিলেন তিনি। এর মধ্যে হেসেছেন, কখনো নেচেছেন। আবার অনেক মজার ছলে কৌশলে নাচিয়েছেনও।
দীপিকাকে উপলক্ষ করে অনুষ্ঠানটি শুরু হয় বাপ্পা মজুমদারের 'বৃষ্টি পড়ে' গান দিয়ে। সঙ্গে আরও গান পরিবেশন করেন নেমেসিস ব্যান্ডের ভোকালিস্ট জোয়াদ, জন, কণা ও পার্থ বড়ুয়া। গানের রেশ কাটতে না কাটতে মঞ্চে আসেন এ অনুষ্ঠানের উপস্থাপক কণ্ঠশিল্পী তাহসান। ভালো কণ্ঠশিল্পীর পাশাপাশি তিনি যে ভালো একজন উপস্থাপক তাও প্রমাণ করিয়ে দেন দর্শকদের। অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে ফ্যাশন শো নিয়ে আসেন এক সময়ের বাংলাদেশি লাক্সতারকা সাদিয়া ইসলাম মৌ, শমী কায়সার, ঈশিতা, কুসুম শিকদার। তাদের সঙ্গে আরও থাকেন বর্তমান সময়ের জনপ্রিয় লাক্সতারকারাও। তারপর মঞ্চে আবার আসেন সাদিয়া ইসলাম মৌ, শমী কায়সার, ঈশিতা ও কুসুম শিকদার। তারা লাক্সতারকা হিসেবে এ পর্যন্ত ঘটে যাওয়া জীবনের নানা পর্যায়ের অভিজ্ঞতা ব্যক্ত করেন। বর্ণনাময় সেই স্মৃতি বেশ উপভোগ্যই ছিল। এর পরপরই বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনের উপস্থিতির আলোয় ঝলমল করে হল ঘর। অফ হোয়াইট শাড়িতে হালকা পাতলা গড়নের দীপিকার উপস্থিতিতে মোহনীয় হয়ে ওঠে অনুষ্ঠানটি। বিশেষ করে তার বাঙালি সাজে সবাই মুগ্ধ হয়েছেন। দীপিকাকে পর্দায় নানাভাবে দেখা গেছে। বেশির ভাগ সময় তিনি রগরগে দৃশ্যে অভিনয় করেছেন। কিন্তু বাংলাদেশ সফরে একেবারে অন্যরকম দীপিকা। তিনি জানতেন এখানকার সামাজিকতা। তাই সেজেছেন একেবারেই বাঙালি সাজে।
অনুষ্ঠানের একপর্যায়ে বাংলাদেশে আগমন প্রসঙ্গে দীপিকা বললেন, 'অনেক ভালো লাগছে বাংলাদেশে আসতে পেরে। এটি আমার বাংলাদেশে প্রথম সফর। আমি ধন্যবাদ জানাতে চাই যারা এ অনুষ্ঠানটি আয়োজন করেছেন। আর বাংলাদেশে যে আমার অসংখ্য ভক্ত আছে তাও বুঝতে পারলাম এখানে এসে।'
এরপর দর্শকদের সঙ্গে নানান আলাপচারিতায় মেতে ওঠেন এই বলিউড সুন্দরী। সবাইকে মুগ্ধ করেছেন দীপিকা। সুন্দর হাসি, সঙ্গে টোল পড়া গাল- সেই চিরচেনা দীপিকা সামনে দাঁড়িয়ে। দর্শকের অভিব্যক্তি তখন দেখার মতো। কেউ অবাক দৃষ্টিতে তাকিয়ে, কেউ দাঁড়িয়ে রয়েছেন মূর্তির মতো, কেউবা উল্লাসে ফেটে পড়েছেন। সব মিলিয়ে মুগ্ধতা আর অবাক বিস্ময়ে বুঁদ সবাই। দীপিকাও তা জানেন। তাই তার চেষ্টাই ছিল দর্শকের সঙ্গে মিশে যাওয়ার।
তারপর নৃত্য নিয়ে মঞ্চে আসেন লাক্সতারকা শানু, বিদ্যা সিনহা মিম ও মেহজাবিন। তারা জনপ্রিয় বাংলা ও হিন্দি গানের সঙ্গে তাদের নৃত্য পরিবেশনা করেন। সবশেষে আবার ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে দর্শকদের শুভেচ্ছা জানিয়ে মঞ্চ ত্যাগ করেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন।
শনিবার দুপুর ১২টায় প্রথমবারের মতো ঢাকায় আসেন দীপিকা। 'ওম শান্তি ওম' ছবি দিয়ে বলিউডে ক্যারিয়ার শুরু করেন তিনি। বর্তমানে বলিউডের সফল এবং আলোচিত অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন দীপিকা।