হালের আলোচিত অভিনেত্রী পরীমণিকে এবার দেখা যাবে একটু ভিন্নভাবে। অর্থাৎ গতানুগতিক নায়কের বিপরীতে নায়িকা হিসেবে নয়, দেখা যাবে বিজ্ঞাপনের মডেল হিসেবে। সম্প্রতি স্যান্ডালিনা স্যান্ডাল সোপের বিজ্ঞাপনের শুটিং সম্পন্ন করেছেন পরী। এই বিজ্ঞাপনের শুটিং ধারণ করা হয় কলকাতার টেকনিশিয়ান স্টুডিওতে। সৈনক মিত্রর পরিচালনায় চার দিন ধরে চলে বিজ্ঞাপনটির দৃশ্য ধারণের কাজ। এতে পরীমণিকে আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয়েছে।
এর আগে স্যান্ডালিনা সাবানের বিজ্ঞাপনে মডেল ছিলেন আরেক আলোচিত মডেল ও অভিনেত্রী জয়া আহসান। তবে এখন থেকে জয়ার বদলে দেখা যাবে পরীকে। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে পরীমণি বলেন, গত বৃহস্পতিবার বিজ্ঞাপনটির শুটিং শেষ করে ঢাকায় ফিরেছি। কলকাতার স্টুডিওতে কাজ করার অভিজ্ঞতা এটাই আমার প্রথম। বিজ্ঞাপনে দর্শকরা আমাকে নতুনভাবে খুঁজে পাবে। দেখবে একটু ভিন্নরূপে। আশা করি দর্শক হৃদয়ে আরও একবার নাড়া দিতে পারব।
জয়ার জুতোয় পা গলিয়ে পরীমনির এ বিজ্ঞাপন দর্শকরা কীভাবে গ্রহণ করে সেটাই এবার দেখার অপেক্ষা।