তারকারা ঋণ করে এটাও কি বিশ্বাস করা যায়? তাও যদি আবার হয় নামি তারকাদের মাঝে একজন। এমনটাই হয়েছে হলিউড অভিনেতা অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে। শুধু তিনি একা নন, তার জীবনসঙ্গী অভিনেতা ব্রাড পিটও জোলির সঙ্গে ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরছেন। অভিনয় করে কম আয় করেননি হলিউডের এই জুটি। কিন্তু খরচের মাত্রা বেড়ে যাওয়ার কারণেই জড়িয়ে পড়েছেন ঋণের বেড়াজালে। একটি ম্যাগাজিনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, অর্থের অভাবে পড়েছেন তারা। গত বছরের আগস্ট মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। আর এরই মধ্যে তারা তাদের জমানো ৪২৫ মিলিয়ন ডলার শেষ করে ফেলেছেন। বর্তমানে তারা সংসার চালাতে ৩৫ মিলিয়ন ডলারের ঋণ নিয়েছেন। সংসারের খরচ বাদে ছয় সন্তানের লালন-পালন বাবদ বছরে এক মিলিয়ন ডলার খরচ হয় বলে জানা যায়। ভ্রমণেও কম খরচ হয় না। যদি তারা ব্যক্তিগত বিমানে ভ্রমণ না করেন, তখন সবার জন্য পাবলিক বিমানের প্রথম শ্রেণির টিকিট কাটেন যার খরচ অনেক বেশি। ওই প্রতিবেদনে আরও জানানো হয়, নিউ অর্লিয়েন্সের বাড়িটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন তারা। এরপরও ঋণ শোধ করতে না পারলে তাদের ফ্রান্সের ৬০ মিলিয়ন ডলারের সম্পত্তিটাও বিক্রি করে দিতে হবে। সব মিলিয়ে বেশ টানাপোড়েনেই রয়েছেন এই জুটি। কিন্তু এতে খুব বেশি চিন্তিত নন তারা। জোলি বলেন, 'জীবনের প্রয়োজনেই ঋণ নেওয়া হয়েছে। আবার জীবনের প্রয়োজনেই ঋণ শোধ করা হবে। এটা নিয়ে মানুষের এত কৌতূহলের কিছু নেই। বিশ্বের অনেক নামি ব্যবসায়ীও ঋণের জালে বন্দী। তাদের নিয়ে তো ঘাঁটাঘাঁটি করা হয় না। তবে আমাদের নিয়ে কেন! মানুষের প্রয়োজনেই তো ঋণ ব্যবস্থা। তাহলে কি আমরা শুধুই তারকা, মানুষ নই!'