ঢালিউডের অন্যতম জনপ্রিয় জুটি রাজ্জাক-কবরী আবার একসঙ্গে ক্যামেরার সামনে আসছেন। তবে বড় নয়, ছোট পর্দায়। কবরী সারওয়ার পরিচালিত একটি ধারাবাহিক নাটকে দুজনকে আবার একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে। ষাট ও সত্তরের দশকে এই জনপ্রিয় জুটি দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসাসফল ছবি। কবরী প্রথমবারের মতো 'কখনো সখনো' নামে নতুন একটি ধারাবাহিক নাটক পরিচালনা করছেন। এর আগে 'আয়না' শিরোনামে একটি ছবি পরিচালনা করেন তিনি। নাটকটি নিয়ে কবরী সারওয়ার বলেন, সামাজিক ও পারিবারিক নানা অসঙ্গতির চিত্র তুলে ধরা হচ্ছে নাটকটিতে। আমি ও রাজ্জাক ভাই জুটি হয়ে অনেক জনপ্রিয় ছবি দর্শকদের উপহার দিয়েছি। আমরাও ছিলাম জনপ্রিয় জুটি। দর্শকের চাওয়া-পাওয়াকে মনে রেখেই রাজ্জাক ভাইকে নিয়ে নাটকটি নির্মাণ করছি। ২৫ মে থেকে নাটকটির শুটিং শুরু করেছি। নাটকের গল্প হচ্ছে থ্রিলারধর্মী। ইতিমধ্যে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় শুটিং হয়েছে। বর্তমানে শুটিং করছি রাজধানীর উত্তরার রাজ্য শুটিং হাউসে। ধারাবাহিকটি চ্যানেল আইতে প্রচারের কথা রয়েছে। রাজ্জাক, কবরী সারওয়ার, রিয়াজ, কাজী উজ্জ্বল, জয়রাজ, অহনা, ফিরোজসহ আরও অনেকে অভিনয় করেছেন এ ধারাবাহিকটিতে।