দেশের সংগীতাঙ্গন এবং নাট্যাঙ্গনের দুই শিল্পী এবার একই পরিচয়ে শ্রোতাদের মাঝে হাজির হতে যাচ্ছেন। জনপ্রিয় সংগীতশিল্পী রূপম ও দর্শকপ্রিয় অভিনেত্রী এ্যানি খান এবার এফএম রেডিও চ্যানেলের একটি অনুষ্ঠানের আর জে হয়ে শ্রোতাদের মাঝে হাজির হচ্ছেন। 'রেডিও ৭১' (এফএম ৯৮.৪ )-এর 'উইকেন্ড স্পেশাল নাইট' অনুষ্ঠানের আর জে হিসেবে দেখা যাবে রূপম ও এ্যানি খানকে। ৪ জুন থেকে প্রতি বৃহস্পতিবার রাত ১০টা ৩০ মিনিট থেকে রাত ২টা পর্যন্ত শ্রোতাদের সঙ্গে আর জে হিসেবে কথা বলবেন রূপম ও এ্যানি খান। রূপম বলেন, 'একজন আর জে হিসেবে কাজ করা এটা আমার জীবনের নতুন একটি অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। যেহেতু আমি একজন সংগীতশিল্পী, তাই শ্রোতাদের সঙ্গে চেষ্টা করব গান সম্পর্কিত বিষয় নিয়ে কথা বলতে। সেই সঙ্গে আমি গান গেয়ে শুনাব শ্রোতাদের। এ্যানি খান বলেন, 'বিভিন্ন রেডিও চ্যানেলে যখন এর আগে আমি অতিথি হিসেবে যেতাম তখন আমার ভক্ত-শ্রোতারা আমাকে আর জে হিসেবে কাজ করার কথা বলতেন। তাদের আগ্রহে এবং অনুপ্রেরণাতেই মূলত আমি এ অনুষ্ঠানটিতে আর জে হিসেবে কাজ করতে সম্মতি জানিয়েছি।