বিতর্ক শব্দটাই তাকে শিরোনামে জায়গা দিয়েছে। রিয়েলিটি শো হোক বা নাচের ম়ঞ্চ, অভিনয় হোক বা রাজনীতির ময়দান—আলগা চটকের মাধ্যমেই নিজের টিআরপি ধরে রেখেছেন তিনি। কথা হচ্ছে রাখি সাওয়ান্তের। সবসময়ই কাউকে না কাউকে তীরের নিশানায় রাখেন এ অভিনেত্রী। এবার তার নিশানায় সানি লিওন। পর্ণ দুনিয়া থেকে অধুনা অভিনয়ে আসা সানির শরীরী বাঁক, উপবাঁকে মজেছেন দর্শকরা। আর তাতেই চূড়ান্ত প্রতিযোগিতার মধ্যে পড়েছেন রাখি। কারণ দু'জনই শরীরী উত্তাপ ছড়িয়ে পর্দায় জায়গা করে নিয়েছেন। আর এখানে সানির সঙ্গে রাখি কিছুটা পিছিয়ে পড়ছেন বলে শুধু দর্শকই নয়, রাখি নিজেও মনে করছেন।
এরইমধ্যে রাখি গ্লামার বাড়াতে শরীরের যত্ন বাড়িয়ে দিয়েছেন। জানতে চাওয়া হলে রাখি বলেন, ''এখন প্রতিযোগিতা অনেক বেশি। তাই আমাকে আরও গ্ল্যামারাস হতেই হবে। আর খুব তাড়াতাড়ি আমি একজনকে ইন্ডাস্ট্রি থেকে বের করে দেব।'' সাংবাদিকরা কৌতূহলী হয়ে সেই বিশেষ ব্যক্তিটি কে জানতে চাইলে রাখির সপাট জবাব, ''সানি লিওন''
'কনট্রোভার্সি ক্যুইন' রাখির আরও দাবি, ''সানি নিজেও অশ্লীল পোশাক পরেন এবং সকলকে খারাপ পোশাক পরতে বাধ্য করছেন। আমার দেশ ছেড়ে উনি নিজের দেশে চলে যান বা যেখানে খুশি যান।'' রাখির মতে, অশ্লীলতা প্রচারের জন্য সানিকে ভারত ছেড়ে চলে যেতে বাধ্য করা উচিত্। ভারতে তার থাকার কোনও অধিকারই নেই।
রাখির আক্রমণের জবাবে সানি এখনও কিছুই জানাননি। তবে দুই নারীর শরীরী লড়াই এখন 'পেজ থ্রি'-র শিরোনাম।
বিডি-প্রতিদিন/০১ জুন ২০১৫/ এস আহমেদ