কন্যা সন্তানের বাবা হলেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা রিয়াজ। গত শনিবার দুপুর আড়াইটায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ওই ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়।
হাসপাতালে ডা. নার্গিস ফাতেমার তত্ত্বাবধানে অস্ত্রোপচারের মাধ্যমে ভূমিষ্ঠ হয় ওই নবজাতক। বর্তমানে রিয়াজের স্ত্রী মডেল ও অভিনেত্রী তিনা ও তাদের সন্তান উভয়েই সুস্থ আছেন। শিগগিরই তারা সন্তান নিয়ে বাসায় ফিরবেন বলে জানা গেছে।
বাবা হওয়ার অনুভূতি জানানে গিয়ে রিয়াজ বলেন, ‘বাবা হওয়ার অনুভূতি বলে বোঝানো যাবে না। এটা অনেক আনন্দের বিষয়। সবার কাছে একটাই প্রত্যাশা। আমাদের মেয়ের জন্য সবাই দোয়া করবেন।’
বিডি-প্রতিদিন/০১ জুন, ২০১৫/মাহবুব