প্রাঙ্গণেমোর শুরু থেকেই রবীন্দ্রনাথকে প্রাধান্য দিয়ে নাটক করছে। এর কারণটা কী?
কারণ একটাই। আর তা হচ্ছে শতভাগ শুদ্ধ বাংলা নাটকের ক্ষেত্রে রবীন্দ্রনাথের কোনো বিকল্প নেই। যার কারণেই আমরা রবীন্দ্রনাথের নাটক বেশি করে থাকি।
মঞ্চের নতুন নাটকের খবর কি?
মাইকেল মধুসূদনের জীবন-সংগ্রামের ওপর ভিত্তি করে 'দাঁড়াও পথিক বর' নামের একটি নতুন নাটকের কাজ শুরু করব। অপূর্ব কুমার কুণ্ডু রচিত এই নাটকটিতে দর্শকরা অনেক নতুনত্ব পাবেন। নাটকটি মাইকেলের জীবনের ওপর ভিত্তি করে রচিত হলেও নাটকে মাইকেলের মৃত্যুর আগের মুহূর্তগুলোই উঠে আসবে।
দেশের বাইরে মঞ্চে পেশাদারিত্ব তৈরি হলেও আমাদের দেশে তা এখনো হয়নি। তো কীভাবে পেশাদারিত্ব সম্ভব?
বাংলাদেশে যে প্রক্রিয়ায় রেপার্টরি হচ্ছে তাতে করে মঞ্চে কখনোই পেশাদারিত্ব সম্ভব নয়। পেশাদারিত্ব তৈরি না হওয়াতে আমাদের মঞ্চের শিল্পীরাও এখন টেলিভিশনমুখী হয়ে পড়েছে।
জাতীয় নাট্যশালায় হল পাচ্ছে না বলে অনেক নাটকের দল তাদের নাটকের চর্চার বিকাশ ঘটাতে পারছে না। এই বিষয়ে আপনার বক্তব্য কী?
এ ক্ষেত্রে আমি বিপরীত ধারণা পোষণ করি। আমার মতে জাতীয় নাট্যশালায় মানসম্পন্ন নাটকের দলগুলোরই নাটক মঞ্চায়ন হওয়া উচিত।
নতুন কোনো চলচ্চিত্রের খবর আছে কী?
'কোথায় পাবো তারে' নামের একটি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছি। চলচ্চিত্রটির কাহিনী বিন্যস্ত হয়েছে রবীন্দ্রনাথের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে। শোবিজ প্রতিবেদক