প্রথম দিন ২৭ কোটি ২৫ লাখ, পর দিন আরও ৩৬ কোটি ৬০ লাখ রুপি আয়। ধারণা করা হচ্ছিল, 'বজরঙ্গি ভাইজান' তিন দিনেই ঢুকে পড়বে ১০০ কোটির ক্লাবে। হয়েছেও তা-ই। রবিবার ৩৮ কোটি ৭৫ লাখ রুপির সুবাদে এ পর্যন্ত এর আয় হয়েছে ১০২ কোটি ৬০ লাখ রুপি।
সর্বকালের সেরা ব্যবসাসফল ছবির শুরুর পরিসংখ্যানের দিক দিয়ে 'বজরঙ্গি ভাইজান' এখন আছে তিন নম্বরে। সামনে আছে আমির খানের 'ধুম থ্রি' (১০৭ কোটি ৬১ লাখ রুপি) এবং শাহরুখ খানের 'হ্যাপি নিউ ইয়ার' (১০৮ কোটি ৮৬ লাখ রুপি)। এ দুটি ছবিরও ১০০ কোটি রুপি আয় করতে লেগেছিল তিন দিন। তবে আমিরের 'পিকে' আর শাহরুখের 'হ্যাপি নিউ ইয়ার'-এর চেয়েও দ্রুত এই ক্লাবে ঢুকেছে 'বজরঙ্গি ভাইজান'
মুক্তির প্রথম সপ্তাহে 'বজরঙ্গি ভাইজান' সালমানের আগের সব ছবির ব্যবসায়িক সাফল্য ছাড়িয়ে গেছে।