মাত্র তিন দিনেই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে 'বজরঙ্গি ভাইজান'। এই ছবিতে সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন কারিনা কাপুর। তবে এসব কিছুর মাঝে একটা চমকপ্রদ খবর হলো 'বজরঙ্গি ভাইজান'-এর শ্যুটিং চলাকালীন সময়ে সেটে নাকি উপস্থিত হয়েছিলেন সালমানের একসময়ের প্রেমিকা ক্যাটরিনা কাইফ।
এই ছবির শিশু শিল্পী হরশালী মালহোত্রার মা কাজল মালহোত্রা জানিয়েছেন, ছবির একটি গানের দৃশ্য শ্যুটিংয়ের সময়ে ক্যাটরিনা সেটে এসেছিলেন। কাজল জানান, তার মেয়ে হরশালী ক্যাটরিনার বড় ভক্ত। সে সেটে গিয়ে ক্যাটরিনার সঙ্গে কথা বলেছে। পরে এসে মায়ের মোবাইল ফোন দিয়ে সালমান-ক্যাটরিনার কয়েকটি ছবিও তুলে নেয় হরশালী।
বিডি-প্রতিদিন/ ২২ জুলাই, ২০১৫/ রশিদা