ঈদের মুক্তি পেয়েছে বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত সিনেমা বাজরাঙ্গি ভাইজান। আর মুক্তির প্রথম সপ্তাহান্তেই ছবির ঝুলিতে এসেছে ১০২ কোটি। ছবি দেখে চোখের জল আটতে রাখতে পারেন নি আরেক সুপারস্টার আমির খান। অথচ এই ছবিতে সালমান খানের জায়গায় অভিনয় করার জন্য তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। হ্যাঁ, সালমানের কাছে বজরঙ্গি ভাইজান এসেছিল রজনীকান্ত, আমির খানের হাত ঘুরে। তবে আজ বজরঙ্গি ভাইজান শুধুই সালমানের।
চার বছর আগেই ছবির চিত্রনাট্য লেখা শেষ করেছিলেন এসএস রাজামৌলির বাবা বিজেন্দ্র প্রসাদ। তার কথায় রজনীর কথা মাথায় রেখেই লেখা হয়েছিল ছবিটির চিত্রনাট্য। কিন্তু সময় জটিলতায় না বলে দেন রজনীকান্ত। এরপর প্রস্তাব দেওয়া হয় আমির খানকে। তারপর একে একে আল্লু অর্জুন ও পুনীত রাজকুমার। তবে প্রত্যেকেই কোন না কোনো কারণে প্রস্তাব ফিরিয়ে দেন। শেষ পর্যন্ত সালমানকে প্রস্তাব দেয় ছবির প্রযোজনা সংস্থা রকলাইন ভেঙ্কটেশ। এক কথায় রাজি হয়ে যান সালমান। বাকিটা আপনারা দেখতে পাচ্ছেন।
বিডি-প্রতিদিন/২২ জুলাই, ২০১৫/মাহবুব