আগামীকাল বৃহস্পতিবার রেডিও ধ্বনিতে প্রচারিত হবে নায়লা নাঈমের স্পেশাল শো 'ডাবল স্কুপ ইউথ'-এর পঞ্চম আসর। এবারের অতিথি থাকবেন সঙ্গীত শিল্পী ইমরান।
গত ৪টি পর্বই দর্শকদের কাছে পেয়েছে বেশ গ্রহণযোগ্যতা। নায়লা জানান, প্রতি শো’তে শ্রোতারা আমাকে এতো এসএমএস পাঠায় যে, এই শো না করলে আমি জানতামই না শ্রোতারা আমাকে এতটা ভালোবাসে।
আগামীকাল এফ এম ৯১.২ এ রাত ১১টা থাকে ১টা পর্যন্ত জমবে নায়লার এ অাসর। শো চলাকালীন সময় নায়লাকে এসএমএস করার নিয়ম নিচে দেয়া হলো।
মোবাইলের মেসেজ অপশন থেকে টাইপ করুন RD
বিডি-প্রতিদিন/ ২২ জুলাই, ২০১৫/ রশিদা