ঈদ কেমন কাটল?
ঈদ মানে আনন্দ। আর আমিও চেষ্টা করেছি পরিবার- পরিজন নিয়ে আনন্দের সঙ্গে কাটানোর।
ঈদ নাটকের ব্যস্ততা কেমন?
আমার অভিনয়ের ব্যস্ততা সব সময়ই থাকে। আর ঈদ এলে একটু বেশিই হয়ে যায়। ওই সময় সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ঈদের নাটকের কাজ করতে হয়। নাটক, টেলিছবি কিংবা ঈদ আনন্দ অনুষ্ঠান- সবখানেই দর্শক এবার আমাকে দেখতে পেয়েছে। এ ছাড়া কিছুদিন আগে একটি চলচ্চিত্রের শুটিংও শেষ করেছি।
ঈদের জন্য কি কি নাটকে কাজ করেছিলেন?
ঈদে বেশ কিছু নাটকে এবার অভিনয় করেছি। তার মধ্যে রয়েছে- 'নাসের গ্যাং ০০৯' ও 'সুইচ অফ', 'একটি আদর্শ বিদ্যালয়', 'স্টোরি বোর্ড', 'কেনো এই ছেলেটিকে বিবাহ করা ঠিক হইবে না', 'একজন রিকশাওয়ালা', 'ফ্যান্টাস্টিক তরফদার', 'যমজ ৩', 'হায় বেবী', 'ভিলেন', 'চুন্নু অ্যান্ড সন্স' ও 'হিটার'। ছয় পর্বের 'সিকান্দার বক্স এখন রাঙামাটিতে' 'জান কুরবান, 'সেই রকম ঘুষখোর', 'আমি যারে খুঁজি', 'খায়েশ', 'ঘুমভাঙা এক বিকেল', 'কোরবান আলীর ব্যাংক ব্যালান্স' ও 'জামাই শ্বশুর'; 'শো পিস', 'শিক্ষা সফর' ও 'ঘোর'; 'ঘুম বাবুর বিয়ে', 'কোনো ব্যাপার না', 'চাঁদে চন্দ্রবিন্দু নেই' ও 'প্রেম ভাইরাস' ইত্যাদি।
এত নাটকের মধ্যে আপনার কোন নাটকটির গল্প ভালো লেগেছে?
দর্শক জানে আমি কোন ধরনের নাটকে অভিনয় করি। আর পরিচালকরাও জানেন আমাকে কোন ধরনের নাটকে মানায়। সব মিলিয়ে এবারের ঈদে আমি বেশ কিছু ভালো নাটকে অভিনয় করেছি। প্রতিবারের মতো দর্শকরা আমাকে দেখতে পাবে সিক্যুয়াল ধারাবাহিক 'সিকান্দার বক্স এখন রাঙামাটিতে'। এবারও নাটকটির মধ্যে চমক রয়েছে। রাঙামাটির গল্প উঠে আসবে দারুণভাবে।'
কোন ধরনের চরিত্রে অভিনয় করতে আপনার ভালো লাগে?
আমি মনে করি একজন অভিনেতা বা অভিনেত্রীর সব ধরনের চরিত্রে অভিনয় করতে জানতে হবে। চিত্রনাট্যের প্রয়োজনে নানা চরিত্রে নিজেকে রাঙাতে হবে। আমি যখন যে চরিত্রে রূপদান করি, নিজেকে তাই মনে করি। এক কথায় বলতে গেলে, আমাদের চারপাশে যে ধরনের চরিত্র ঘুরে বেড়ায়, তার যথাযথ রূপ ফুটিয়ে তোলাই আমার অভিনয়। আমি একজন শিল্পী। আর একজন শিল্পীর কাজ হচ্ছে তার শিল্পটাকে বাঁচিয়ে রাখা। আমিও তাই করছি।
চলচ্চিত্রে শুটিংয়ের কি খবর?
সম্প্রতি 'অজ্ঞাতনামা' ছবির শুটিং শেষ করেছি। আমি যখন প্রথম গল্পটি পড়েছিলাম, তখনই ভালো লেগে যায়। অসম্ভব সুন্দর একটি গল্প। তাছাড়া তৌকীর ভাইয়ের প্রতি আমার আলাদা ভালোবাসা থেকেও এ ছবিতে কাজ করেছি। সব মিলিয়ে আমার বিশ্বাস, ভালো লাগা থেকেই দর্শক হলে গিয়ে চলচ্চিত্রটি দেখবেন।
তবে কি চলচ্চিত্রে আমরা আপনাকে সব সময় পাচ্ছি?
বর্তমানে আমাদের দেশে বেশ ভালো কিছু চলচ্চিত্র নির্মাণ হচ্ছে। ভালো গল্প পেলে কেন চলচ্চিত্রে অভিনয় করব না। আর বড় পর্দায় নিজেকে দেখতে কার না ভালো লাগে।
আলী আফতাব