'ভালোবাসা ছাড়া আমি এক মুহূর্তও বাঁচতে পারি না। ভালোবাসা হলো এ দেহের নিঃশ্বাস। এটা আমাকে বেঁচে থাকার শক্তি দেয়, কিছু অধিকারবোধ জন্মায়; যা বিশ্ব জয় করতে একান্ত প্রয়োজন।' সম্প্রতি মুম্বাই মিররকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। পাতৌদি পরিবারের এ বধূ বলেন, 'আজকাল বিয়ের পরও অভিনয় করা যায় এবং ৩৯ বছর বয়সেও বাচ্চা নেওয়া যায়। আমার শাশুড়ি (শর্মিলা ঠাকুর) তিন সন্তান থাকার পরও অভিনয় করে যাচ্ছেন।'
কারিনা আরও বলেন, 'বিয়ের পর ভালোবাসা বাড়ে, গভীর হয়। পারস্পরিক বোঝাপড়া এবং শ্রদ্ধাও বাড়ে।'
বিয়ের আগেও কারিনার প্রেম অবশ্য বলিউডপাড়ায় বেশ আলোচিত। তার সাবেক প্রেমিক শহিদ কাপুর বিয়ে করলেন সম্প্রতি। কারিনা-শহিদের সেই প্রেম আলোড়ন তুলেছিল বলিউডে। তিন বছরের জমাটি সেই প্রেমে ছিল অন্তরঙ্গ এমএমএস ফাঁস হয়ে যাওয়ার মতো নাটকীয়তাও। কিন্তু সম্পর্কটা টেকেনি শেষতক।
২০০৭ সালে শহিদের সঙ্গে সম্পর্ক চুকিয়ে সাইফ আলী খানের প্রেমে মজেন কারিনা। বছর তিনেক আগে বিয়ে করে হয়ে উঠেছেন এখন সংসারী।
শহিদ কাপুরকে এখন তিনি কিভাবে দেখেন? এমন এক প্রশ্নে কারিনা বলেন, 'শহিদ কাপুর আমার জীবনের প্রথম ভালো লাগার মানুষ। আমরা দুজন বেশ কিছু ভালো সময় কাটিয়েছি। বর্তমানে শহিদ বিয়ে করেছে। আমি আশীর্বাদ করি তারা যেন সুখে থাকে। তিনি আরও বলেন, 'আমি আর সাইফও ভালো আছি। একে অপরকে ভালোবেসে সারাটা জীবন কাটিয়ে দিতে চায়।