জি-সিরিজের অঙ্গ প্রতিষ্ঠান অগ্নিবীণা থেকে প্রকাশিত হলো কণ্ঠশিল্পী মাহাবুব হোসেনের একক অ্যালবাম 'ঠিকানা'। অ্যালবামে রয়েছে ১০টি একক এবং দুটি ডুয়েট গানসহ মোট ১২টি গান। ডুয়েট গান দুটিতে মাহাবুব হোসেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন অাঁখি আলমগীর।
গানগুলোর কথা লিখেছেন কবির বকুল, জাহিদ বাবুল, টিআই অন্তর, রবিউল ইসলাম জীবন, শাহ আলম, শাহাদত হোসেন স্বপন, নুরুল ইসলাম মানিক ও খন্দকার নূরউদ্দীন ফারুক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মাকসুদ জামিল মিন্টু, টফি রেনার, আলী আকরাম শুভ, রুবাইয়াত শামীম চৌধুরী, অমিত ও তানভীর দাউদ রনি। কণ্ঠশিল্পী নিজেও কয়েকটি গানের কথা ও সুর করেছেন। অ্যালবামটি বেশ জনপ্রিয় হয়েছে বলে জানা য়ায়।